ফতুল্লায় পরকীয়া সম্পর্কের জেরে তানজিলা নামে এক নারীকে ১০ টুকরো করার ঘটনায়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর হাতে গ্রেপ্তার কথিত স্বামী রাসেল মিয়ার জামিন না মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) জামিন আবেদন না মঞ্জুর করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসসামছ জগলুল হোসেন। তথ্যটি নিশ্চিত করেছেন আদালত পুলিশের ইন্সপেক্টর (ওসি) মো. আসাদুজ্জামান।
কথিত স্বামী রাসেল মিয়া রংপুরের মিঠাপুকুর থানার এনায়েতপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাসেল।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালে ৫ এপ্রিল মাসদাইর বাড়ৈভোগ এলাকার আকালের বাড়ির সামনের একটি ডোবা থেকে অজ্ঞাত নারীর দেহবিহীন মাথা উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা পর তদন্তের দায়িত্ব পেয়ে রহস্য উদঘাটন শুরু করে পিবিআই। নিহত তরুণীর পরিচয় শনাক্তের পর গ্রেপ্তার করা হয় স্বামী রাসেল মিয়াকে।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নিহত নারীর শরীরের বাকি ১০ টুকরা অংশ ফতুল্লার বাড়ৈভোগ এলাকায় দিনভর একটি ডোবাতে অভিযান চালিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উদ্ধার করে। একই সঙ্গে হত্যা ও লাশ গুম করতে ব্যবহার করা একটি বটি ও ফ্রিজ জব্দ করা হয়।