ফতুল্লায় দুটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে ফতুল্লা বাজার ও পাগলা বাজারে পরিচালিত অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
সেলিমুজ্জামান জানান, সদর উপজেলার পাগলা বাজার ও ফতুল্লা বাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়েছে। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
তবে অবৈধ ভাবে দই তৈরী এবং পণ্যের গায়ে মূল্য না থাকার অপরাধে ‘পাগল নাথ মিষ্টান্ন ভান্ডার’ কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ৩ হাজার টাকা এবং দৃশ্যমান স্থানে পাণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আল নূল ট্রেডার্সকে ৩৮ধারায় ৩ হাজার টাকা টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে