ফতুল্লার পাগলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপর হামলার ঘটনায় ১২ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। এছাড়া আরও ৩ জনের নামে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শেখ রিজাউল হক দিপু।
এর আগে সোমবার (২০ ফেব্রুয়ারী) রাতে সাড়ে ৮টায় ফতুল্লার নিশ্চিন্তাপুর এলাকায় ওই ঘটনা ঘটে। পৃথক দুটি মামলার মাদক মামলার আসামীদের আটক করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শেখ রিজাউল হক দিপু বলেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) উপর হামলার ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি হামলা অপরটি মাদক আইনে। মাদক আইনে ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং হামলার ঘটনায় ১২ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামী করে মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে মাদক মামলায় ৩জনই আটক আছে। তবে হামলার মামলাটি ডিবি পুলিশ পরিচালনা করছে।