চুরি যাওয়ার বিশ দিন পর চোরাইকৃত ৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যমানের ৬২৭ পিছ টি শার্ট সহ চোর সোহরাব কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত সোহরাব(৩৫) ফতুল্লার মাসদাইর আউয়াল মিয়ার পোড়া বাড়ীর মৃত দুধু মিধির পুত্র।
সোমবার (৯ আগষ্ট) ভোর রাতে তাকে ফতুল্লার মাসদাইর থেকে গ্রেফতার করা হয়।পরে তার দেখানো মতে সকাল নয়টার দিকে জেলার সদর থানার গলাচিপাস্থ শাহজালাল মার্কেটের পার্শ্ববর্তী একটি বিল্ডিংয়ের সিড়ির নিচ থেকে চোরাইকৃত টি শার্ট উদ্ধার করে পুলিশ।
এর আগে উদ্ধারকৃত টি শার্ট চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ এনে ফতুল্লা থানার মাসদাইর পতেঙ্গা মোড়ের আমান উল্লাহ আমানের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করে।
মামলার বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর জানান, বাদী সাব কন্ট্রাকে বিভিন্ন গার্মেন্ট থেকে টি শার্ট এনে হাতের কাজ করে। এরই ধারাবাহিকতায় গত মাসের ১৯ তারিখ বিকেল পাচটার দিকে গার্মেন্ট থেকে নিয়ে আসা টি শার্টের কাজ শেষ করে মাসদাইর পতেঙ্গা মোড়স্থ বাসা হইতে চার লাখ সত্তর হাজার টাকা মূল্যমানের ৬২৭ পিছ টি শার্ট ৩টি বস্তায় ভরে গার্মেন্টস এ পৌছানোর জন্য অজ্ঞাতনামা এক ব্যক্তির মিশুক ভাড়া করে।
পরবর্তীতে ৩ বস্তা টি শার্ট মিশুক অটো গাড়ীতে রেখে বাদী টি শার্টের চালান আনতে গেলে মিশুক চালক তা নিয়ে অজ্ঞাত স্থানে চলিয়া যায়। পরবর্তী বাদী লিখিত অভিযোগ দায়ের করলে তা পুলিশ মামলা হিসেবে গ্রহন করে তদন্তে নেমে সোমবার ভোর সকালে প্রথমে অটোরিক্সা চালক কে গ্রেফতার করে|
পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক সকাল নয়টার দিকে সদর থানার গলাচিপা থেকে চুরি করে নিয়ে যাওয়া টি শার্ট উদ্ধার করা হয় বলে তিনি জানান।