রুদ্রবার্তা২৪.নেট: ফতুল্লায় চাঁদার দাবিতে দুই নিরাপত্তারীকে মারধরের অভিযোগে কিশোর গ্যাং লিডার ইভনসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ মার্চ) দুপুরে পূর্ব ইসদাইর সমাজ কল্যান ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটির সদস্য ও স্টুডিও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বাবু বাদী হয়ে গ্রেফতারকৃত আটজনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদাবাজীর অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লা থানার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার আজম বাবুর ছেলে নাহিয়ান আজম ইভন (২৩), মো. মুসার ছেলে সাইফুল ইসলাম সুমন (২৭), একই থানার মাসদাইর তালা ফ্যাক্টরীর খোরশেদ হাসানের ছেলে সাইফ হাসান (১৯), জামতলা মসজিদ গলির রাসেল ব্যাপারী ওরফে বাবুলের ছেলে রাকিব (১৮), পূর্ব ইসদাইর সুগন্ধা গলির আব্দুল বাতেনের ছেলে নাসিম হোসেন (১৮), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে সাজ্জাদ হোসেন (২০), কাশিপুর হাটখোলা চৌধুরী বাড়ীর মো. নাছির উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম নাদিম (১৮) ও উত্তর চাষাড়া রামবাবুর পুকুর পাড়ের খালেদ হোসেনের ছেলে শাফায়েত হোসেন (১৮)।
মামলায় উল্লেখ্য করা হয়, কিশোর গ্যাং লিডার ইভনের নেতৃত্বে বেশকিছুদিন যাবৎ পূর্ব ইসদাইর সমাজ কল্যান ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটির নিকট পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলো। চাঁদা না দিলে কাউকে ব্যবসা করিতে দিবে না বলে হুমকীও দেয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে সে সহ অন্যান্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাসায় চলে যায়। পরে রাত সাড়ে তিনটার দিকে গ্রেফতারকৃতরা দেশীয় অস্ত্র নিয়ে তিনটি মোটর সাইকেলে তাদের মার্কেটে এসে বিভিন্ন দোকানের তালাবদ্ধ শার্টার গেইটে স্বজোরে লাথি মারতে থাকে। এসময় কর্তব্যরত নিরাপত্তারী জয়নাল আবেদীন (৫০) ও মো. মনোহার (৪০) বাধা দিলে তাদের মারধর করে। পরে গ্রেফতারকৃতরা নিরাপত্তারীদের থেকে দুই হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, ইভন একজন দূর্র্ধষ সন্ত্রাসী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা, চাদাঁবাজী, মাদক মামলাসহ সমাজ বিরোধী নানা অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাদাঁবাজীর মামলা হয়েছে বলে তিনি জানান।