রুদ্রবার্তা২৪.নেট: অস্ত্র, হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলার আসামি জামাল ওরফে কিলার জামালকে (৪৮) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ ফেব্রæয়ারি) দুপুরে তাকে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জামাল ওই এলাকার সাহাবুদ্দিনের ছেলে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক এস এম শামীম জানান, ফতুল্লা থানায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলার পলাতক আসামি ছিল জামাল। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে তিনি জানান।
থানা সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসের ২ তারিখ সন্ধ্যায় পাগলা রসুলপুর এলাকায় চাঁদার দাবিতে গ্রেফতার জামাল ও তার সহোযোগীরা পাগলা ইসলামিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবুর রহমানের দুই পুত্র মোহাম্মদ রানা (৩২) ও অহিদুল ইসলাম সিয়ামকে (২১) কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় আহত দুই সহোদরের পিতা পাগলা ইসলামিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবুর রহমান বাদী হয়ে রসুলপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী জামাল (৪৮), আলাউদ্দিন (৩০), মহারাজ (৩০) সহ অজ্ঞাতনামা আরো ৮-১০ জনকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।