নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তল্লা এলাকার পশ্চিম বাইতুল সালাত জামে মসজিদ সংলগ্ন সড়কটি র্দীগদিন যাবত অবহেলিত, রাস্তার বেহাল অবস্তা, অল্প বৃষ্টিতে জমে যায় হাঁটু সমান পানি। এতে করে নানা দুর্ভোগের শিকার হচ্ছে পথচারি সহ-এলাকাবাসী। এই এলাকাটি ঘনবসতি এই ব্যাস্ত এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত,রাস্তাটির এমন দূরবস্তা দেখার যেন কেউ নেই। সরজমিনে গিয়ে এলাকা বাসির সাথে কথা বলে জানাযায়, গত কয়েক বছর যাবত এই সড়কটি জন র্দূভোগে পরিনত হয়েছে,শিশুরা নিয়মিত স্কুলে যেতে পারছেনা, কলেজের ছাত্র-ছাত্রী সহ গার্মেন্টস শ্রমিকরা এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে নানা রকম সমস্যায় পরছে। ড্রেনের ময়লা পানির নিস্কাশনের ব্যাবস্থা না থাকায় রাস্তায় দূর্গন্দ যুক্ত ময়লা পানিতে অনেকে রোগাক্রান্ত হয়েপড়ছেন।তাই এই রাস্তাটি জন স্বর্থে অতিদ্রুত সংস্কার করা প্রয়োজন।এলাকায় স্থানীয় আইরিন বলেন গত এক বছর যাবত অল্প বৃষ্টিতে সড়কে জমে যাওয়া পানি নিষ্কাশনে কোন স্থানিয় জনপ্রতিনিধি এব্যাপারে ব্যাবস্থা গ্রহন করেনি। ময়লা আবর্জনা যুক্ত পানির কারনে চর্মরোগসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে এলাকার লোকজন। এ ব্যাপারে ফতুল্লা ইউনিয়ন পরিষদ নয় নং ওয়র্ড মেম্বার মোঃ মেহেদী হাসান বাবুর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টাকরলে তাকে পাওয়া যায়নি। তাই অচিরেই উক্ত রাস্তাটি সংস্কার করার ল্েয ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।