জাহাঙ্গীর হোসেনঃ শারদীয় দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জনের ঘাট পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফার ইয়াসমিন।
দুর্গোৎসবের বিজয়া দশমীর মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। শেষ দিন বিকেলে প্রতিমা বিসর্জনের স্থান নদীর তীরবর্তী ঘাট এসে পরিদর্শন করে গেলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফার ইয়াসমিন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে নরায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা লঞ্চঘাট সংলগ্ন প্রতিমা বিসর্জন ঘাটের শেষ প্রস্ততি দেখে সন্তোষ প্রকাশ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফার ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন, সহকারী কমিশনার (ভূমী) ফতুল্লা সার্কেলের মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সহকারী কমিশনার (ভূমী) সদর সার্কেলের সাদিয়া আক্তার, সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আজিজুল হাকিম, ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আ. হালিম, ফতুল্লা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চোধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা ইউনিয়ন১.২ ও ৩ নং ওয়ার্ড মহিলা মেম্বার উম্মে তাহেরা আঁখি ও পূজা কমিটির সাধারন সম্পাদক অর্জূন দাস প্রমূখ।