মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : নৌ-প্রতিমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৭.১৮ এএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

নৌ পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ এগিয়ে যাচ্ছে। ছোট পরিসরে চট্রগ্রাম সমুদ্র বন্দরে প্রায় ৫০ কিলোমিটার বিস্তৃতি বেড়েছে। মাদারবাড়ী সমুদ্র বন্দর ও পায়রা বন্দরসহ বেশ কয়েকটি সমুদ্র বন্দর করা হয়েছে।

দেশের সবচেয়ে দরিদ্র এলাকা হিসেবে পরিচিত বড়গুনা আজ উন্নত। কুয়াকাটা ও পিরোজপুরের চিত্র পাল্টে গেছে। পঞ্চগড় থেকে কক্সবাজার রেললাইন স্থাপন করা হচ্ছে। য়ৈদপুর বিমানবন্দর থেকে এখন ১৮ উড়োজাহাজ ছেড়ে আসে ঢাকা উদ্দেশ্যে।

 

এই নারায়ণগঞ্জের আমূল পরিবর্তন হয়েছে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারনে দেশ এগিয়ে যাচ্ছে। প্রশিক্ষানার্থীদের দক্ষতা বাড়তে হবে। দেশের ১৬ কোটি মানুষ বোঝা নয়। তারা আমাদের সম্পদ । এই বিশাল সম্পদকে কাজ লাগিয়ে দেশের নৌ সেক্টরকে সামনে দিকে এগিয়ে নিতে হবে।

রোববার (২৩ অক্টোবর) বেলা ১২টায় বন্দর থানার সোনাকান্দাস্থ ডেক ও ইঞ্জিনকর্মী প্রশিক্ষন কেন্দ্র (ডিইপিটিসি) নারায়ণগঞ্জ এর সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন ক্যাডেট পুনমিলনী ২০২২ ইং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষন কেন্দ্র নারায়ণগঞ্জ এর অধ্যক্ষ ক্যাপ্টেন মো. শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআইডব্লিওটিসি চেয়ারম্যান, আহমদ শামীম আল রাজী, বিআইডব্লিওটিএ চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মোঃ নিজামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) আজিজুল হক খান, অতিরিক্ত পুলিশ সুপার ( খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন ও বিআইপব্লিউওটিএ’র অতিরিক্ত সচিব আব্দুল সাত্তার শেখ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা, বন্দর থানা অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর ছিদ্দিক ও অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি ফিরোজ কায়সার আজম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort