দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ নির্বাচনী সমাবেশে নারায়ণগঞ্জে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ জানুয়ারি বিকালে নগরীর ইসদাইরে অবস্থিত শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের প্রস্তুতি দেখতে শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম বাবু ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর দেড় টায় মাঠ পরিদর্শনে করেন তারা।
এসময় শামীম ওসমান সাংবাদিকদের বলেন, এই সমাবেশ নারায়ণগঞ্জের ইতিহাসের সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ হবে। নেত্রীর নিরাপত্তার স্বার্থে মঞ্চে নির্দিষ্ট কিছু লোক ছাড়া অন্য কাউকে উঠানো যাবে না। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের মানুষের জন্য নতুন বার্তা দিবেন এটাই সকলের প্রত্যাশা। কারণ নারায়ণগঞ্জ হলো আওয়ামী লীগের জন্মস্থান। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নারায়ণগঞ্জের প্রত্যাশাও অনেক। তিনি এ দেশ ও দেশের মানুষের জন্য কাজ করছেন। গরীব দুঃখী মানুষের জন্য কাজ করছেন। তাই কেউ কিছু করতে চেষ্টা করলেও করতে পারে কিন্তু উনার উপরে আল্লাহর রহমতের চাদর আছে আমি বিশ্বাস করি।
নজরুল ইসলাম বাবু বলেন, প্রধানমন্ত্রীর আগমন নারায়ণগঞ্জের যেমন গুরুত্ব রয়েছে, তেমনি এই নির্বাচনে নারায়ণগঞ্জের নেতাকর্মীদেরও গুরুত্ব রয়েছে। এই গুরুত্বপূর্ণ সমাবেশে লাখ লাখ মানুষের জনসমাগম হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, মহানগর যুব লীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সাফায়েত আলম সানিসহ জেলা, মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।