রুদ্রবার্তা২৪.নেট: বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে কারনে দেশ আজ শোষন মুক্ত। প্রধানমন্ত্রী দক্ষ পরিচালনায় আমাদের অর্থনৈতিক মুক্তি ঘটেছে। মাথাপিছু আয় বেড়েছে।
আমাদের গড় আয়ু বেড়েছে, শিক্ষার হার বেরেছে। আমরা শিল্পন্নোত দেশ হতে যাচ্ছি। আমাদের রপ্তানী বেড়েছে। এর মূল কারিগর হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে বন্দরে সোনাকান্দায় ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ারর্কস লিমিটেড এ দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয়ের জন্য নির্মানাধীন ৬০টি মাল্টিপারপাস এক্সসিবল রেকিউ বোটের মধ্যে প্রস্তুতকৃত ৮টি বোট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, ২০২৩ সালের মধ্যে বন্যা দূর্গত সব জেলা ও উপজেলায় এক্সসিবল রেসকিউ বোট দেয়া হবে। এর অংশ হিসেবেআজ নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে প্রস্তুতকৃত ৮টি বোট হস্তন্তর করা হয়েছে। ৬০টি রেসকিউ বোট বন্যা দূর্গতএলাকায় গিয়ে উদ্ধার অভিযান কাজ শুরু করবে। বোটগুলোতে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
এ বোটগুলো দিয়ে বন্যা প্লাবিতএলাকা থেকে মানুষের পাশাপাশি গৃহপালিত পশু ও ঘরবাড়ি উদ্ধার করা হবে। অনুষ্ঠানে বোটের চাবি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সচিব মোঃ মোসীন, মহাপরিচালক আতিকুল হক, আদর্শ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্রের সভাপতি কাজল রেখা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।