এম এইচ তালুকদার: বিশ্ব ধূমপানমুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ২০২৫ – ২৬ নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সকল নেতৃবৃন্দ একে অপরের সাথে পরিচিত হওয়া ও ফুল দিয়ে বরণ করে নেওয়া মধ্য দিয়ে শুরু হয়।জনাব শিল্পী আশরাফুল আলম রিয়াজের সভাপতিত্বে অনুষ্টিত এই আলোচনা সভায় , প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সাংবাদিক জনাব মোঃ রেজাউল ইসলাম লাকী, সাধারণ সম্পাদক বিশ্ব ধূমপানমুক্ত পরিষদ। প্রধান আলোচক তার প্রধান আলোচনায় বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। এই কর্ম পরিকল্পনার নাম দেয়া হয় “ক্যাম্পিং টু ভিশন ডব্লিউ এস এফ সি” এই কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম লাকী কে আহ্ববায়ক করে একটি আহ্ববায়ক কমিটি করা হয় যেটি পূর্ণাঙ্গ আকারে আগামী দু’একদিনের ভিতরে ঘোষনা করা হবে। উক্ত আহ্ববায়ক কমিটির কাজ হল আগামী ৬ মাসের মধ্যে ক্যাম্পিং টু ভীষণ ডব্লিউ এস এস সি বাস্তবায়ন করা। উক্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আহ্বান জানান প্রধান আলোচক ও সভাপতি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জহিরুল ইসলাম, মুফতী শেখ আজিমুউদ্দিন, সাংবাদিক মোঃ হাসান আলী, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট সেলিনা আক্তার, সাংবাদিক মোঃ জিল্লুর রহমান আজাদ, রেদোয়ান হোসেন অমি, আব্দুল মালেক মুন্সী, অর্থ সম্পাদক ইমারত হোসেন ইমন, দপ্তর সম্পাদক তারেক হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন মোঃ তুহিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিল্পী মোঃ স্বপন মিয়া, সহ চিকিৎসা বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল ইসলাম রাজু,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ রাসেল, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আবু রায়হান জিতু,সহ ত্রাণ দুর্যোগ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক লিও মোঃ শরিফুল ইসলাম, সহ মিডিয়া বিষয়ক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আশফাক আহমেদ চৌধুরী, মোঃ গোলাম রাব্বানী, মোঃ বেলায়েত হোসেন, মহিবুল্লাহ জয়, আতিফা ইসলাম সহ নির্বাহী পরিষদ ও অন্যান্য ইউনিটের আরো অনেক নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ বলেন ধূমপানের আইনকে যথাযথভাবে কার্যকর করতে হবে এবং ওপেন জায়গায় ধূমপান করলে তার বিরুদ্ধে সরকারকে আইন পদক্ষেপ নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে গড়ে তোলার জন্য ব্যাপকভাবে কাজ করতে হবে। আগামীর বিশ্বকে ধূমপানমুক্ত বিশ্ব হিসেবে,বিশ্ববাসী দেখবে সেই আশাবাদ ব্যক্ত করেন সকল বক্তারা।