সোনারগাঁও উপজেলায় মাজেদ নামের এক ব্যক্তি গত ২৭-৩-২০২৫ইং তারিখে মোগরাপাড়া ইউনিয়নে হাবিবপুর ঈদগাহের সামনে, বন্দর থেকে আগত এক নারীকে অশালীন শব্দ ধারা উত্তপ্ত করায় জনগনের হাতে গনধোলাই খায়,ঘটনাস্থলে সাংবাদিক মোঃ মুক্তার হোসেন মুক্তাদি ও সাংবাদিক দেলোয়ার হোসেন সেখানে উপস্থিত ছিলেন না,তবে এর পর দিন থেকে দেখা যায় কিছু মিথ্যা তথ্য, অযৌক্তিক বানোয়াট তথ্য দিয়ে এশিয়া বানী,সোজাসাপটা পত্রিকা সহ কিছু অনলাইন পোর্টালে মানহানিকর তথ্য প্রকাশ করেন,এই অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদ ও তিব্র নিন্দা প্রকাশ করছি।