নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কবিলার মোড়, কদম রসূল রোডের মজিরউদ্দিন আহমেদ’র ছেলে হাবিবুর রহমান দুলাল বাদী হয়ে বন্দর থানায়, নূরবাগ এলাকার আব্দুস সামাদ’র ছেলে মো. গাজী, গাজীর স্ত্রী লিপি বেগম, ইসলামবাগ এলাকার নসু মিয়ার ছেলে খোকন ভেন্ডার, কুশিয়ারা হাজিগঞ্জ এলাকার আব্দুল হক মিয়ার ছেলে মামুন, নবীগঞ্জ বাগবাড়ি এলাকার আব্দুস সামাদ মিয়ার ছেলে মনির হোসেন সহ আরো ৭/৮ জনকে অজ্ঞাত উল্লেখ করে পূর্ব শত্রুতার জের ধরে মারামারির ঘটনায় বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয় ৭ নভেম্বর অনুমান সকাল ৯ ঘটিকায় উপরোক্ত আসামিগণ যোগ সাজসে জনতাবদ্ধে একত্রিত্ব হইয়া পূর্ব শত্রুতার জের ধরিয়া আমার ভাড়া দেওয়া বাসায় অনধিকার প্রবেশ করিয়া আমার ভাড়াটিয়া বুলবুলি (৪৫)কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় আমার ছেলে মুনতাসির রহমান স্বজল, আমার ভাগিনা আদনান পলক এগিয়ে আসলে আসামীগন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র (লাঠি সোঠা) দিয়ে আক্রমন করে, এ সময় আমার ভাগিনার সাথে থাকা ১০ হাজার টাকা, আমার ছেলের সাথে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং ভাড়াটিয়া বুলবুলির ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। যার অনুমানিক মূল্য ১ লক্ষ টাকা ক্ষতি সাধন করে। আহতদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামীগন প্রাণ নাশের হুমকি দিয়া চলিয়া যায়।
উল্লেখ্য : আমার পৈতৃক সম্পত্তিতে উক্ত বিবাদীগণ দীর্ঘদিন যাবত মাদক সেবন ও বিক্রয় করিয়া আসিতেছে। আমি এবং আমার ভাড়াটিয়া এতে বাধা দেওয়ায় আমি শত্রুতে পরিনত হই।