রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হাসান বলেছেন, স্বাধীনতার পর অনেক চড়াই-উৎরাই পাড়ি দিয়ে আজ আমরা বর্তমান অবস্থায় এসেছি। প্রতিটি এলাকায়ই কিছু সমস্যা থাকে। মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক উল্লেখযোগ্য।
তবে সময়ের সাথে সাথে অপরাধের ধরণ পরিবর্তন হচ্ছে। সকল অপরাধের ¯্রষ্টা মাদক। এর ফলে নানা ধরণের অপরাধ সৃষ্টি হয়। এটি কোন ভালো বিষয় নয়। তবে অপরাধের পরিনতি ধ্বংস।
অপরাধের কারণে তরুণরা পিছিয়ে যাচ্ছে। তাদের সকল বিষয় পরিবারকে নজরদারিতে রাখতে হবে। পুলিশ এখন জনবান্ধব। অপরাধীকে আমরা নূন্যতম ছাড় দেবোনা। তবে সমাজ, সরকার ও রাষ্ট্রকে বিভ্রান্ত করা যাবেনা। সকলকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। এক্ষেত্রে তরুণদের বেশি বেশি এগিয়ে আসতে হবে। কোন তরুণ সমাজ ও রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করুক, সেটা আমরা চাই না।
শনিবার (২৮ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ৯নং ওয়ার্ড বিট পুলিশের এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজমুল হাসান এলাকাবাসীর উদ্দেশ্যে আরো বলেন, বর্তমান সরকার সব সেক্টরেই ভালো কিছু করার চেষ্টা করছে। আমাদের সকলকে সহযোগীতা করতে হবে। জনসংখ্যার তুলনায় পুলিশ সদস্যদের সংখ্যা কম। সকলকে সেবা দেওয়া কষ্টকর। তাই সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সকলের প্রতি আমাদের দায়িত্ববোধ আছে। তবে সকলের সুনির্দিষ্ট এবং সঠিক তথ্যের মাধ্যমে আমরা বাস্তবতার নিরিখে ব্যবস্থা নেবো।
তিনি বলেন,
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, কাউন্সিলর ই¯্রাফিল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আবু বকর সিদ্দীক, উপ-পরিদর্শক ফয়সাল আলম, সৈয়দ আজিজুল হক, শওকত জামিল, নূর আলম, যুবলীগ নেতা মিজানুর রহমান, মাসুদুর রহমান মাসুদসহ স্থানীয় এলাকাবাসী।
অনুষ্ঠানটি আয়োজনে সহযোগীতা করেন ফকির ইসলাম নূর, আরিফ প্রধান, মোজাম্মেল প্রধান, মোঃ আলী, অশোক কুমার রায়, মোঃ জিন্নাহ, আলামিন, আলাউদ্দিন, বাবু, রাসেল, রনি, কিশোর ও মিলন।