সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, ‘সব কারচুপির জননীর’ এখনই মৃত্যু হওয়া উচিত কারণ পাকিস্তান বিশ্বব্যাপী হাসির খোরাক হয়ে উঠেছে। মঙ্গলবার ইমরানের সঙ্গে আদিয়ালা কারাগারে সাক্ষাৎ শেষে এই মন্তব্যের কথা জানিয়েছেন তার বোন আলেমা খান।
আলেমা খান জানিয়েছেন, তার ভাই চান দায়মুক্তির সংস্কৃতির অবসান হোক এবং আন্তর্জাতিকভাবে দেশের খ্যাতি রক্ষা করতে জনগণের মনোনয়নকে সম্মান করতে হবে।
ইমরান তার চিরচেনা শত্রু পিএমএল-এনকেও উপহাস করেছেন। ইমরানের উদ্ধৃতি দিয়ে আলেমা বলেন, ‘ভোটের সম্মান না দিয়ে ‘নির্বাচিতরা’ বুটকে সম্মান করেছে।
ইমরান বলেছেন, ‘নির্বাচনটি এতটাই নির্লজ্জ এবং অন্ধ ছিল যে নির্বাচকদের মাধ্যমে ‘নির্বাচিতদের’ বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলি বাদ দেওয়া হয়েছে। অপরদিকে পিটিআই চেয়ারম্যানকে মিথ্যা অভিযোগে ম্যারাথন বিচারের পর ৩২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’