জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। নিয়মিত গান করছেন তিনি। গানের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সরব এই গায়িকা। কাজের খবর ভক্তদের জানানোর পাশাপাশি ব্যক্তিগত নানা অনুভূতির কথাও লেখেন এ মাধ্যমে।
রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় ন্যানসি তার ফেসবুকে একটি শিয়ালের ছবি পোস্ট করেন। তার ক্যাপশনে তিনি লেখেন, ‘বরাবর, কোকিল নামযুক্ত কুটনি বুড়ি, শিয়াল রানি। পরের চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায়, কাদের কাছে, কীভাবে এবং কতবার কেটে এসেছো সেটা নিয়ে ভাবো।’
কারও নাম না নিয়ে সতর্কবার্তা উল্লেখ করে ন্যানসি লেখেন, ‘মেকাপ ছাড়া দেখতে তুমি যেমন বিশ্রী, তোমার কর্মকাণ্ডও ঠিক তেমন বিশ্রী। মানের ভয় তোমার নেই জানি। কিন্ত প্রাণের ভয় তো আছে! তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও, নইলে যে কোনো সময় রাম প্যাদানি খাবে। সতর্ক বার্তা প্রচারে…। সুস্থ শিল্প সমাজ।’
হঠাৎ ন্যানসির এমন পোস্ট দেখে বিস্মত ভক্ত-অনুরাগীরা। অনেকে কৌতুহল প্রকাশ করে কারণ জানতে চেয়েছেন। মাসুদ রানা নকিব কমেন্ট বক্সে লেখেন, ‘প্রিয় গায়িকা দেখি পুরাই অ্যাকশন মুডে!’ মো. রাসেল লেখেছেন, ‘সঠিক সময়ে সঠিক উপদেশ।’ জুবায়ের রহমান লেখেন, ‘আপুরে এতদিন তো নমনীয় ভাবতাম, এখন দেখি আপু অন ফায়ার।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
ভক্ত-অনুরাগীদের মন্তব্য ছাপিয়ে বিস্ময় জাগিয়েছেন এ সময়ের আরেক সংগীতশিল্পী কোনাল। কারণ ন্যানসির পোস্টের স্ক্রিনশট নিয়ে পাল্টা পোস্ট দিয়েছেন এই শিল্পী। তাতে কোনাল লেখেন, ‘ন্যানসি আপু ফিরে এসেছেন। বহুরূপী, মিথ্যুক, ভণ্ডরা আসলে বোঝে না। অসভ্য আচরণ, বর্বরতা, মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়াতে ছড়াতে মানুষ টায়ার্ড হয়ে গেলেও আল্লাহ টায়ার্ড হন না।’
ন্যানসির বয়ানের মতো ‘রাম প্যাদানির’ প্রসঙ্গ টেনে কোনাল লেখেন, ‘রাম প্যাদানির সময় আসার আগে তার নিজের বেঁচে থাকা সম্মানটুকু নিয়ে সতর্ক হয়ে যাওয়া উচিত। অনেক হয়েছে! মানুষের সহ্যের সীমা থাকে। সীমা অতিক্রম করাটা আল্লাহও পছন্দ করেন না! ধন্যবাদ ন্যানসি আপু, সব সময় অন্যের মতো সত্য কথা বলার জন্য।’