নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, আমি বিশ্বাস করি আমার থেকে অনেক যোগ্যতা সম্পন্ন শামীম ওসমান। তিনি চাইলে জেলা ও মহানগরের সভাপতি-সেক্রেটারি হতে পারতেন। তিনি না হয়ে দলের ত্যাগী লোকদের নেতৃত্বস্থানে আসতে সহায়তা করেছেন। আমাদের মত লোকদের উনি বসিয়েছেন, যোগ্য লোকদের মুল্যায়ন করেছেন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় আম্বর আলী পেপার মিলগেট মাঠে নাসিকের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের লীগের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা শামীম ওসমানের জন্য দোয়া করবেন, নেত্রীর জন্য দোয়া করবেন। আমি নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করে বলছি আগামী সিটি করপোরেশনের নির্বাচনে একজন করে কাউন্সিলর দিবেন। আর মেয়র দিবেন জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা দলের ত্যাগীদের মূল্যায়ন করা শুরু করেছেন। আমরা বিশ্বাস করি আগামী সিটি নির্বাচনে নেত্রী একজন যোগ্য ও পরীক্ষিত প্রার্থী দিবেন।
তিনি আরো বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা জাতিসংঘে বলেছেন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ‘ষড়যন্ত্রের বিরুদ্ধে রখে দাঁড়াও শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানে জননেতা শামীম ওসমান আমাদের নিয়ে ৯ তারিখে জনসভা ডেকেছেন নারায়নগঞ্জে। সেই সমাবেশে আমরা নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন জেলায় ম্যাসেজ দিবো কি ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র রুখতে সকলকে রুখে দাঁড়াতে হবে। এই শ্লোগানই থাকবে আমাদের সমাবেশে।
তিনি বলেন, উন্নয়ণ অনেক হয়েছে নেত্রীর উন্নয়নের কথা বলতে গেলে রাত পেরিয়ে ভোর হয়ে যাবে। নেত্রী উন্নয়ন করেছেন এই জাতির জন্য। নেত্রী থেকে টাকা নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়ন করেছেন শামীম ওসমান।
শামীম ওসমান বলেন আমি জনগণের সেবক। নেত্রীর কাছ থেকে টাকা এনে জনগনের উন্নয়নের কাজ করেছি। শামীম ওসমান তেরোশ কোটি টাকার ফান্ড এনেছেন ডিএনডি প্রজেক্টের জন্য এলাকার মানুষের জন্য। শামীম ওসমানের মধ্যে উন্নয়নের ক্ষেত্রে আমিত্ব ভাব নাই। শামীম ওসমান শুধু নারায়ণগঞ্জের নেতৃত্ব দেয়ার ক্ষমতা রাখে না, শামীম ওসমান সারা বাংলাদেশের জাতীয় নেতাদের মত নেতৃত্ব দেয়ার ক্ষমতা রাখে।
খোকন সাহা বলেন, করোনাকালীন সময়ে এ এলাকার মানুষের কাছে শামীম ওসমান সাহায্য পাঠিয়েছেন। শামীম ওসমানের স্ত্রী আমাদের বোন সালমা ওসমান লিপি এ এলাকার মানুষের পাশে দাড়িয়েছিলেন। তিনি রাজনীতি করেননি। আমরা যারা রাজনীতি করি আমাদের সকলের খোঁজ খবর রাখেন। এই সিদ্ধিরগঞ্জেই তার নানা বাড়ি। ওনি নেতাকর্মীদের খবর নেন, মানুষের জন্য কাজ করেন।
শামীম ওসমানের সন্তান অয়ন ওসমান ভালো ভালো ছেলেদের নিয়ে ছাত্রলীগ গঠন করছেন। অয়ন ওসমান কিন্তু নেতা হন নাই। তিনি যোগ্যদের ছাত্রলীগে বসিয়েছেন।
নাসিক ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম মুন্সী সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আঃ মতিন মাস্টার, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু চন্দন শীল, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান (বিএসসি), সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াছিন মিয়া, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নাসিক ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হক হাসান, যুবলীগ নেতা নজরুল ইসলাম প্রমূখ।