অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এর বৈঠক অনুষ্ঠিত হবে। আসন্ন জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
কূটনৈতিক একটি সূত্রে শনিবার (২১ সেপ্টেম্বর) জানা গেছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এর বৈঠক অনুষ্ঠানের বিষয়টি দুই পক্ষের কূটনীতিকরা নিশ্চিত করেছেন। জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে আগামী ২৪ সেপ্টেম্বর বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই বৈঠকে দুই পক্ষ নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ করবে। বৈঠকে গত জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের বিবরণ তুলে ধরতে পারেন ড. ইউনূস। পাশাপাশি আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নতুন করে গড়তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর কাছে সহযোগিতা চাইতে পারেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা।
গত ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের রাজস্ব দফতরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সফর করেন। ওয়াশিংটনের ওই প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া- বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নয়াদিল্লি হয়ে ঢাকায় যোগ দিয়েছিলেন। গত ১৫ সেপ্টেম্বর ঢাকা ওয়াশিংটন বৈঠকে বার্তা পাওয়া যায় যে অর্ন্তবর্তী সরকার বাংলাদেশ পুর্নগঠনে যে সকল সংস্কার কাজ হাতে নিয়েছে তাতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। বিশেষ করে আর্থিক খাতের আর্থিক ও রাজস্ব খাতের সংস্কার, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা বিষয়ে সহযোগিতা করবে পশ্চিমা এই দেশটি। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা সংকটসহ একাধিক ইস্যুতে সহযোগিতার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। অর্ন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার দুই মাসের মধ্যে প্রথমবারের মত গত সপ্তাহে দ্বিপক্ষীয় সফরে এসে বাংলাদেশকে ২০ কোটি ডলারের বেশি উন্নয়ন সহযোগিতা দেওয়ার চুক্তি করে যুক্তরাষ্ট্র।