নারায়ণগঞ্জ জেলা পুলিশ মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ৫ যুবককে আটক করেছে। সোমবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ও মঙ্গলবার সকালে সোনারগাঁ, বন্দর ও রূপগঞ্জে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ও থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে মাদকসহ ওই যুবকদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধারের করা হয়েছে বলে জানায় পুলিশ।
তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম।
আটককৃতরা হলেন, সীমান্তবর্তী জেলা কুমিল্লা দেবীদ্বার উপজেলার কুটনী নবীগঞ্জ গ্রামের আব্দুল হকের ছেলে আরিফ মিয়া, একই জেলার সুলতানপুর গ্রামের আবু হাসেমের ছেলে বাবুল মিয়া ও সোলেমান ভূইয়ার ছেলে রাসেল ভূইয়া, রূপগঞ্জ উপজেলার বরাব গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আ. রহমান, বন্দর উপজেলার এনায়েতনগর গ্রামের সঞ্জিত চন্দ্র দাসের ছেলে রাজ চন্দ্র দাস।
মাদক উদ্ধার ও ৫ যুবক গ্রেপ্তারের ঘটনায় বন্দর, সোনারগাঁও ও রূপগঞ্জ থানায় মাদক আইনে পৃথক মামলা দায়ের করেছে পুলিশ।
মামলায় বলা হয়, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল সোমবর রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের মোগপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। সে সময় ডিবি পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় আরিফ, বাবুল মিয়া ও রাসেল ভূইয়া নামের ৩ যুবক আটক করে ডিবি পুলিশ সদস্যরা। পালানোর কারণ জানতে চাইলে আটক ওই তিন যুবক সঠিক উত্তর দিতে না পারায় এবং তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় ডিবি পুলিশ তাদের দেহ তল্লাশী করে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজা উদ্ধার করে।
এই ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ রুহুল আমিন বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন। অপর দিকে ডিবি পুলিশের আরেকটি দল সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে রাজ চন্দ্র দাস নামের যুবককে আটক করে। এ সময় ওই যুবকের দখল থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবী করেছে ডিবি পুলিশের উপ পরিদর্শক আশিক ইমরান। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ উপজেলার বরাব ষ্ট্যান্ড থেকে অবৈধভাবে মাদক রাখার অভিযোগে আ. রহমান নামের যুবককে গ্রেপ্তার করে। রূপগঞ্জ পুলিশের এসআই তাপস কান্তি রায়ের দাবী আটক ওই যুবকের দখল থেকে ১৫০ টি ইয়াবা বরি উদ্ধার করা হয়েছে।