নারায়ণগঞ্জে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে সদর মডেল থানায় পুলিশ। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ মামলায় ৭১ জনের নাম উল্লেখ করে আরও ৫ হাজার অজ্ঞাত আসামী করা হয়েছে।
মামলার আসামীরা হলেন:
১। মো. আ. সাত্তার, ২। মো. মজিবুর রহমান, ৩। রঞ্জন কুমার দেবনাথ, ৪। রাজিব, ৫। মো. জনি (৩৮), ৬। মো. বাদল, ৭। মো. আবুল কালাম ভূঁইয়া, ৮। রিমন, ৯ ইমন, ১০। মো. সোহান (১৯), ১১। মনিরুল ইসলাম রবি, ১২। অধ্যাপক মামুন মাহমুদ, ১৩। আব্দুর সবুর খান সেন্টু, ১৪। আতাউর রহমান মুকুল, ১৫। সায়েদ আহম্মেদ, ১৬। মাসুদ রানা, ১৭। আমিনুল ইসলাম মিঠু, ১৮। মাকিব মোস্তাকিম শিপলু, ১৯। জাহিদ হাসান রুজেল, ২০। মশিউর রহমান রনি, ২১। সাইফুল ইসলাম বিপব, ২২। শরিফ হোসেন মানিক, ২৩। নয়ন, ২৪। রুবেল, ২৫ । সোহেল, ২৬। মন্টু মেম্বার, ২৭। জুয়েল আরমান, ২৮। মুরাদ হাসান, ২৯ । স্বপন চৌধুরী, ৩০। একরামুল কবির মামুন, ৩১ । আনিছ, ৩২। জামাল কাজী, ৩৩। মো. সালু বেল্ট সালু, ৩৪। ইকবাল (@ খেপা ইকবাল, ৩৫। রতন, ৩৬। সোহাগ, ৩৭ । জাহাঙ্গীর, ৩৮। আরিফ, ৩৯। ওমর আলী, ৪০। রাজ্জাক (৪৫), ৪১। সালাহউদ্দিন, ৪২। গিয়াস উদ্দিন, ৪৩। রাজু আহম্মেদ রমজান, ৪৪। মোস্তফা কামাল, ৪৫। জুয়েল রানা, ৪৬। আকবর, ৪৭। আবুল হোসেন, ৪৯। শাখাওয়াত হোসেন, ৫০। হাসান আহম্মেদ, ৫১। মাজহারুল ইসলাম জোসেফ, ৫২। রফিকুল ইসলাম, ৫৩। আবু আল ইউসুফ খান টিপু @ পাকনা টিপু, ৫৪। জাকির @ গাল কাটা জাকির, ৫৫। রাসেল @ ভাগিনা রাসেল, ৫৬। মাহমুদ হোসেন কাজল, ৫৭। কানা আক্তার, ৫৮। আবুল সর্দ্দার, ৫৯ সাজু, ৬০। লিংরাজ খান, ৬১। লিংকন খান, ৬২। সনেট, ৬৩। জিয়া উদ্দিন জিয়া, ৬৪। রয়েল, ৬৫। মো. ফয়জুল্লাহ সজল, ৬৬। মোঃ রশিদ, ৬৭। মুছা, ৬৮। ফারুক, ৬৯ । রুবেল, ৭০। শফিকুল, ৭১। আজহারুল ইসলাম (@ মান্নান।