রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ১৯ নং থেকে ২৭ নং ওয়ার্ড কাউন্সিলদের সঙ্গে জেলা নির্বাচন অফিসারের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বন্দর উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্টিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিউর রহমান ও সভার সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাচন অফিসার আব্দল কাদির।
কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, ২০ নং ওয়ার্ড কাউন্সিলরদর পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার সচিব আজহার হোসেন বুলবুল, নাসিক ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ ভূঁইয়া, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার সচিব মো. জাহাঙ্গীর আলম পাপ্পু, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলরের পক্ষে থেকে উপস্থিত ছিলেন তার ছোট ভাই শাহজাহান হোসেন, নাসিক ১৯, ২০ ও ২১ ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ, ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলরের পক্ষে উপস্থিত ছিলেন তার সচিব মো. তন্ময়, ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম প্রমুখ।
কাউন্সিলর আব্দুল হান্নান সরকার প্রতিবেদককে জানান, চলতি বছরের ডিসেম্বর মাসে নাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর পরপরই ইউনিয়ন পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেলক্ষে সভায় বন্দর উপজেলার নির্বাচন কেন্দ্রগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে আলোচনা হয়। কেন্দ্রগুলোর বর্তমান অবস্থা ও আসন্ন নির্বাচনের জন্য কেন্দ্রগুলো প্রস্তুত করার বিষয়ে কথা হয়।