আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা। সোমবার (৬ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
এদিন কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন- নাসিক ১নং ওয়ার্ড প্রার্থী আব্দুল মালেক, ২নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর ইকবাল হোসেন, প্রার্থী মো. আবু বক্কর সিদ্দিক, আমিনুল হক রাজু, হাজী মো. শফিকুল ইসলাম, মো. সোহরাব হোসেন, ৩নং ওয়ার্ড প্রার্থী সুলতান আহমেদ, ৪নং ওয়ার্ড প্রার্থী মো. নজরুল ইসলাম, ৬নং ওয়ার্ড প্রার্থী ডা. মিজানুর রহমান, সিরাজুল ইসলাম সিরাজ, ৭নং ওয়ার্ড প্রার্থী মো. ফজলুল হক জুয়েল, মো. মেহেদী হাসান, তানজিম কবির সজিব, মহসিন শেখ, ৮নং ওয়ার্ড প্রার্থী মো. সোহেল রানা, ১১নং ওয়ার্ড প্রার্থী মহসিন উল্লাহ, ১২ নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর শওকত হাসেম শকু, প্রার্থী মো. নাইম হোসেন মিশাল, ১৬নং ওয়ার্ড প্রার্থী মাকিদ মোস্তাকিম শিপলু, ১৭নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর আব্দুল করিম বাবু, প্রার্থী মোস্তাক হোসেন, ১৮নং ওয়ার্ড প্রার্থী আলহাজ্ব মোকসেদুর রহমান জাভেদ, মো. হান্নান মামুন, খলিলুর রহমান, ২০নং ওয়ার্ড প্রার্থী শহিদুল হাসান মৃধা, ২২নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া, ২৩নং ওয়ার্ড প্রার্থী মো. লিটন মিয়া, ২৪ নং ওয়ার্ড প্রার্থী মো. উজ্জল হোসেন, ২৬নং ওয়ার্ড প্রার্থী মো. ইলিয়াস, হাজী মো. আলী হোসেন, ২৭নং ওয়ার্ড প্রার্থী মো. সিরাজুল ইসলাম, মো. ফারুক।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন, বর্তমান প্যানেল মেয়র এবং ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ড প্রার্থী আফসানা আফরোজ বিভা, ১,২ ও ৩ নং ওয়ার্ড প্রার্থী শামীম আরা লাভলী, জেসমিন আক্তার জুথি, নাজমা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বর্তমান নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, ৭,৮ ও ৯নং ওয়ার্ড প্রার্থী রেহানা পারভীন, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড প্রার্থী মৌসুমী ভূইয়া স্বর্ণা, ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ড প্রার্থী হোসনে আরা বেগম।