রুদ্রবার্তা২৪.নেট: আগামী ১৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর ২০২১-২০২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে। এ দিন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী তুলে ধরবেন আগামী ১ বছরের নগরীর উন্নয়ণ প্রকল্প এবং আয়-ব্যয়ের খতিয়ান। সাথে থাকবে নগরবাসীর দুর্ভোগ নিরসনের লক্ষ্যে বিভিন্ন নগর পরিকল্পনা। কেমন হবে এবারের বাজেট, আসন্ন বাজেটে প্রত্যাশাই বা কী; এসকল প্রশ্ন নিয়েই প্রেস নারায়ণগঞ্জ কথা বলেছে নাগরিক সমাজের সঙ্গে।
বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সভপতি ল²ী চক্রবর্তী বলেন, ‘আসন্ন বাজেটে আমরা নারীদের সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়টি প্রত্যাশা করি। শহরে নারীদের জন্য পর্যাপ্ত শৌচাগার নেই, কোনো আবাসিক হোস্টেল নেই। বাজেটে এ বিষয়ে যেন নজর দেয়া হয়। এছাড়া আমরা অসহায়, হতঃদরিদ্র নারীদের আরো কর্মসংস্থানের ব্যবস্থা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং নারী ও শিশু চিকিৎসা সেবার মান উন্নয়ন প্রত্যাশা করি।’
সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম বলেন, ‘প্রতিবছরই আমরা একটা গতানুগতিক বাজেট দেখতে পাই। নাসিক নিয়মিত যে সকল নাগরিক সেবা দিয়ে থাকে মূলত সেসব খাতে বরাদ্দ বাড়িয়ে কমিয়ে প্রতিবছর বাজেট প্রস্তাব করে। বাজেটে নতুন সংযোজন কম, বিশেষ করে হতঃদরিদ্র, শ্রমজীবী মানুষের জন্য। পানি, চিকিৎসাসেবা, মশাসহ সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা আছে। নাসিক স্বল্প পর্যায়ে চিকিৎসা সেবা দিচ্ছে কিন্তু তা পূর্ণাঙ্গ না। এদিকে হকার ইস্যু নিয়ে দীর্ঘদিন কথা হলেও কোনো উদ্যোগ নেই। হকারদের জন্য বহুতল ভবন স্থাপনের কথা থাকলেও সে বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।’
তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জ শহরেও বিভিন্ন সমস্যা রয়েছে। আমরা প্রত্যাশা করবো সেসব সমস্যার কথা মাথায় রেখে নাসিক শ্রমজীবী মানুষের সেবার মান উন্নয়নে গুরুত্ব দেবে।’
এবারের বাজেট প্রসঙ্গে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম বলেন, ‘আসন্ন বাজেটে নাসিক মেয়রের কাছে আমি নাগরিক সেবার মান উন্নয়ন প্রত্যাশা করি। আমরা আশা করবো, এ বাজেটে শহরের জলাবদ্ধতা ও যানজট সমস্যার স্থায়ী সমাধানের পরিকল্পনা থাকবে। এছাড়া বাজেটে সকল নাগরিক সেবা সমান গুরুত্ব পাবে।’
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শঙ্কর রায় বলেন, ‘সিটি কর্পোরেশনের এরিয়ায় বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে। এসকল স্থাপনা অরক্ষিত, সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে এবং এর আশেপাশের জমি স্থানীয় ক্ষমতাশীল মহলের দখলে আছে। এসকল স্থাপনা নারায়ণগঞ্জের ইতিহাস, গৌরব বহন করে। আমরা আশা করবো, এ বাজেটের মধ্যে সিটি এলাকার ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের বিষয়টি থাকবে।’
তিনি আরো বলেন, ‘নাসিক মেয়র বিভিন্ন সময় নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গণের জন্য অনেক কিছু করেছেন। আমাদের প্রত্যাশা থাকবে, বাজেটে আমাদের জন্য কিছু বরাদ্দ থাকবে। যার মাধ্যমে বাৎসরিকভাবে একটি সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হবে। যেখানে জেলার সাংস্কৃতিক সংগঠন ও কর্মী তাদের প্রতিভা তুলে ধরতে পারবে।’
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির কার্যকরি সদস্য পপি রানি সরকার বলেন, ‘করোনা আমাদের সকলকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে আমাদের স্বাস্থ্যখাতের কি অবস্থা। তাই এবছরের বাজেটে নাসিকের কাছে নাগরিক কমিটির প্রত্যাশা থাকবে প্রত্যেক এলাকায় স্বাস্থ্যবিধি কার্যকর করার ক্ষেত্রে ব্যবস্থা নেয়া। এছাড়া প্রত্যেক ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক স্থাপন। বিশেষ করে মা ও শিশু চিকিৎসা নিশ্চিত করা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা। শিশুদের বিকাশের জন্য খেলার মাঠ খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা আশা করি, নাসিক তার এলাকার মাঠগুলো সংরক্ষণ ও সংস্কার করবে। এছাড়া যেসব এলাকায় মাঠ নেই সেসব এলাকায় শিশুদের জন্য ইনডোর লেখাধুলার ব্যবস্থা করবে।’