বিশেষ প্রতিনিধি: নারীরা এখন দেশের প্রতিটি কাজে এগিয়ে সেই সাথে নারী উদ্যোক্তাদের তৈরী পন্য ব্যবহারে বিশ^বাসীর কাছে প্রসংশীত হচ্ছে সোনার বাংলাদেশ।
শুক্রবার ৭ জুন রাজধানীর রামপুরাস্থ বনশ্রীর এলকার্ড চাইনিজ রেস্টুরেন্টে দিনব্যাপি সংগ্রামী বকুলতলা নারী উদ্যোক্তা সংগঠনের গেট টুগেদার ও পন্য প্রদর্শনী আয়োজন করা হয়।
বকুলতলা সংগঠনের সভাপতি জেসমিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনদেশের সুনামধন্য প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রæপের এক্সিকিউটিভ ডিরেক্টর এডভোকেট জামাল হোসেন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড.আমিনুর রহমান সুলতান, রয়টারস পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক রফিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধ ও শিক্ষা গবেষক মোঃ দেলোয়ার হোসেন ভুইয়া, ফ্যাশন ডিজাইনার বাংলাদেশ হেরিটেজ এর টুটলি রহমান, কবি শাহিদা ইসলাম ও জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু প্রমুখ। সভায় প্রধান অতিথি বসুন্ধরা গ্রæপের এক্সিকিউটিভ ডিরেক্টর এডভোকেট জামাল হোসেন মিয়া বক্তেব্যে বলেন নারী উদ্যোক্তাদের সহযোগিতায় সকলকে এগিয়ে আসতে হবে সেই সাথে তাদের তৈরী পন্য বাজারজাত করতে এবং ব্যবসায়িকভাবে তারা যেনো সফল হয় সেব্যাপারে আমাদের দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন নারীরা এখন আর পিছিয়ে নেয়, শিক্ষা দিক্ষায় নারীরা ভালো রেজাল্ট করে প্রতিটি সেক্টরে ভালোপদে নিয়োজিত হচ্ছে এবং সফলতার সাথে দায়িত্ব পালন করে দেশ সেবায় নিয়োজিত আছে। দেশের প্রধানমন্ত্রী যেমন সপলতার সাথে দেশ চালাচ্ছে ঠিক তেমনি নারীরা দেশের মান অক্ষুন্ন রাখতে বিভিন্ন পেশায নিয়োজিত হয়ে কাজ করছে। তিনি বলেন নারী উদ্যোক্তাদের আশ^াসদেন তাদের পন্য বসুন্ধরা গ্রæপে বাজারজাত করা যায়কিনা সে বিষয়ে উর্দ্ধতনদের সাথে আলোচনা করবেন। এবং এই উদ্যোক্তা সংগঠনকে আরো এগিয়ে নিতে যা কিছু করার প্রযোজন ভবিষ্যতে আলোচনার মধ্য দিয়ে করবেন। পরিশেষে তিনি পন্য ষ্টল গুলো পরিদর্শন করেন এবং প্রতিটি ষ্টল থেকে পন্য ক্রয় করেন। পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। সভায় আমন্ত্রীত অতিথিদের গুনীজন সম্মাননা প্রদান করা হয়।