নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুনকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে জেলা আওয়ামীলীগের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে কু-রুচিপূর্ণ মন্তব্য করাসহ নানা কারণ দেখিয়ে তাকে বহিস্কার করা হয় বলে জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো: বাদল।
৯ নভেম্বর সাক্ষরিত আল মামুনকে দেয়া চিঠিতে উল্লেখ করা হয়, আপনি নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের মতো একটি গুরুত্বপূর্ণ পদে থেকে ইদানিং নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধাণ সম্পাদকের বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্য বিবৃতি দিয়ে দলেল ভাবমূর্তি নস্ট করছেন। আপনি নিজে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রতিদিন ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কর্মকান্ডে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের তৃণমুলের কর্মীদের মাঝে আপনার বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত ২ নভেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের চিঠির আলোকে আপনাকে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারা অনুযায়ী এই মুহুর্তে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হলো। বহিস্কারের চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপরিশ পাঠালাম। বাংলাদেশ আওয়ামীলীগের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে।