শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নারায়ণগঞ্জ জেলা বিএনপির করোনা হেল্প সেন্টারের কার্যক্রম অব্যাহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১, ৪.২৪ এএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে নারায়ণগঞ্জের করোনা রোগীদের চিকিৎসা সেবায় করোনা হেল্প সেন্টারের কার্যক্রম অব্যাহত রয়েছে। শহরের মাসদাইর এলাকার মজলুম মিলনায়তনে করোনা হেল্প সেন্টারের উদ্বোধনের পর থেকে ব্যাপক সাড়া মিলেছে। প্রতিদিনই করোনা রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন ধরনের রোগীদের প্রয়োজনীয় ঔষুধ দেওয়া হচ্ছে। হটলাইনে ২৪ঘন্টা হেল্প সেন্টারের থেকে মোবাইলে টেলিমেডিসিন সেবা দেয়া হচ্ছে। এই করোনা হেল্প সেন্টারের সার্বক্ষণিক সহযোগিতায় রয়েছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার ( ১১ আগস্ট) দুপুর থেকেই করোনা রোগীদের চিকিৎসাসেবায় নারায়ণগঞ্জ বিএনপির করোনা হেল্প সেন্টারের চলমান কার্যক্রমকে সফল করার লক্ষ্যে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও যুবদলের করোনা হেল্প সেন্টারের টিম লিডার শহিদুর রহমান স্বপনের নেতৃত্বে দায়িত্ব পালন করেছেন জেলা যুবদলের নেতৃবৃন্দরা। এসময়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও হেল্প সেন্টার উপÑকমিটির আহবায়ক জাহিদ হাসান রোজেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
এ সময়ে হেল্প সেন্টার উপÑকমিটির আহবায়ক জাহিদ হাসান রোজেল বলেন, গত শনিবার জেলা বিএনপির হেল্প সেন্টার অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সরাসরি সার্ভিস চালু রয়েছে। আর আমাদের হটলাইনে ২৪ঘন্টা আমাদের হেল্প সেন্টার থেকে মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে আমরা নিয়োজিত আছি। করোনার পাশাপাশি সাধারণ চিকিৎসা ও মোবাইলে টেলিমেডিসিন সেবাও দেয়া হচ্ছে।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও করোনা হেল্প সেন্টারের টিম লিডার শহিদুর রহমান স্বপন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে করোনা হেল্প সেন্টারের মাধ্যমে নারায়ণগঞ্জ করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন ও জরুরী চিকিৎসা সেবা নিশ্চিত করছি আমরা। নারায়ণগঞ্জ জেলার করোনা রোগীদের চিকিৎসায় অগ্রণী ভূমিকা পালন করছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত করোনা হেল্প সেন্টারের সেবা অব্যাহত থাকবে। করোনা হেল্প সেন্টারের মাধ্যমে টেলিমেডিসিন,জরুরি চিকিৎসা সেবা, বিনামূল্যে অক্সিজেন ও ঔষধসেবা সহ বিতরণ করছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এ কাজে সর্বাত্মক সহযোগিতায় কাজ করছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও হেল্প সেন্টার উপÑকমিটির সদস্য রুহুল আমিন শিকদার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও টিম লিডার সহিদুর রহমান স্বপন, যুবদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক, যুগ্ম সম্পাদক রাসেল রানা, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রনি, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক মো. কামাল হোসেন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক আব্দুল আলী, নোয়াগাঁ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক আতাউর রহমান আপেল, শম্ভপুরা ইউনিয়ন যুবদল নেতা জুয়েল রানা, গফুর সরকার, ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলন, যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ শান্ত প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort