রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বন্দরে অভিযান চালিয়ে ৪ পরিবহন চাঁদাবাজ ও একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বন্দরের ফরাজিকান্দা, রূপগঞ্জের হাটিপাড়া ও রূপসী এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, চাঁদাবাজির সময় বন্দর থেকে গ্রেফতার করা হয়েছে, বন্দরের বেপারীপাড়া এলাকার লাল বাদশা’র ছেলে মো. ফয়সাল (৩০) ও একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে মো. আরিফ (৪০)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
অপরদিকে রূপগঞ্জের হাটিপাড়া এলাকা থেকে গ্রেফতাকৃত দুই চাঁদাবাজ হলো: তারাব হাটিপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে মো. রাসেল (৩৭) ও একই এলাকার মৃত রজন আলীর ছেলে মো. নুর আলম (৩২)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া রূপগঞ্জের উত্তর রূপসী এলাকা হতে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইয়াকুব ভূঁইয়াকে (৩৫) গ্রেফতার করে র্যাব। সে উত্তর রূপসী এলাকার মৃত নোয়াব ভূঁইয়ার ছেলে।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তিনি জানান, চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্যরা নারায়ণগঞ্জ জেলার বন্দরের ফরাজীকান্দা ও রূপগঞ্জের হাটিপাড়া এলাকায় রাস্তায় চলাচলরত ট্রাক চালকদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ৪ চাঁদাবাজের বিরুদ্ধে বন্দর ও রূপগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।