রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২১৫ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১৫ হাজার ১৯০ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ২২৮ জন।
শুক্রবার (৯ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৬৫ জন, সদরে ২৮ জন, বন্দরে ৫০ জন, আড়াইহাজারে ৮ জন, সোনারগাঁয়ে ২২ ও রূপগঞ্জে ৪২ জন আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১১৭ জন ও আক্রান্ত ৫ হাজার ৬৮৬ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৪৪ জন ও আক্রান্ত ৩ হাজার ৫১ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৭৭ ও মারা গেছেন ১০ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৯৮৬ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ১ হাজার ৪৮৩ জন ও মারা গেছেন ৩৯ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮০৭ জন।
জেলায় এই পর্যন্ত মোট ১ লাখ ২১ হাজার ৩৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬২ জনের।
করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ১৩ হাজার ৪৬৬ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৫ হাজার ৮৩ জন, সদর উপজেলার ২ হাজার ৭৫৫ জন, রূপগঞ্জের ২ হাজার ৫৬০ জন, আড়াইহাজারের ৯১৭ জন, বন্দরের ৮৮৪ ও সোনারগাঁয়ের ১ হাজার ২৬৭ জন।