রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জে লকডাউনের প্রথম দিনে প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া ও বিধিনিষেধ না মেনে দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ৪৩টি মামলায় ৬৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ জুলাই) বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এবিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার জানান, করোনা সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ কার্যকর করতে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ২০ টিম মাঠপর্যায়ে কাজ করেছে। এ সময় পথচারী, প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া ও বিধিনিষেধ না মেনে দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ৪৩টি মামলায় ৬৫ হাজার টাকা অর্থদÐ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজকে শুধু জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। যদি শুক্রবার থেকে কেউ অহেতুক রাস্তায় ঘোরাঘুরি করে তাহলে তাদেরকে কারাদন্ড প্রদান করা হবে।