নারায়ণগঞ্জে ফতুল্লার ভূইগড় এলাকায় রূপায়ন টাউনে চুক্তি ভঙ্গ করে অবৈধ সংযোগ ব্যাবহার ও বকেয়া বিল পরিশোধ না করায় ৭৮৪টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তমপক্ষ। এরমধ্যে ৫৩২টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ রয়েছে। আর ২৫২টি বৈধ সংযোগে ৭২ লাখ টাকা বকেয়া রয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) দুপুরে ফতুল্লার ভূইগড় এলাকায় রূপায়ন টাউন আবাসিক এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম উসমানের নেতৃত্ব এ অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমান পুলিশ র্যাব ও আইনশৃংখলা আাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রূপয়ন টাউনের ইউটিলিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ঢাকা প্রপার্টিজের সার্ভস ম্যানেজার শাহীন সারোয়ার বলেন, আমাদের শুধু সার্ভিস দেওয়ার দ্বায়িত্ব। বৈধ-অবৈধ কিংবা কাগজ পত্রের বিষয়টি রূপায়ন কর্তৃপক্ষ দেখেন। এখানে কি পরিমাণ বৈধ বা অবৈধ লাইন রয়েছে তা জানা নেই।
নারায়ণগঞ্জ তিতাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী উপ মহা ব্যাবস্থাপক প্রকৌশলী মো. সাইদুল হাসান জানিয়েছেন, রূপায়ন রিয়েলস্ট্রেট প্রতিষ্ঠান তাদের ভূইগড়ে অবস্থিত রূপাউন টাউনে ২৫২টি আবাসিক গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সাথে তাদের চুক্তি ভঙ্গ করে আরো ৫৩২ টি প্লটে অবৈধ গ্যাস সংযোগ দেয়।
পাশাপাশি বৈধ ২৫২টি লাইনে ৭২ লাখ টাকা বকেয়া জমা হয় । রূপায়ন চুক্তি ভঙ্গ করে অবৈধ সংযোগ দেওয়ায় ও বকেয়া বিল থাকায় তাদের আবাসিক প্লটের সবগুলি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।