কুমিল্লায় ইসলাম ধর্মের অবমাননাকারিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল, পুলিশে ধাওয়ায় ছত্রভঙ্গ
কুমিল্লায় পূজা মন্ডপে পবিত্র কোরআন শরীফের অবমাননাকারিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।
শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে নগরীর ডিআইটি জামে মসজিদে জুম্মার নামাজ শেষে কয়েক হাজার মুসল্লি মিছিলের উদ্দেশের জড়ো হন। তবে আইন শৃংখলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে বৃহৎ পরিসরে না হলেও খন্ড খন্ডভাবে কয়েকটি মিছিল বের হয়। মিছিলগুলো নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া এলাকায় গেলে পুলিশের বাধার মুখে পড়ে ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ তাদের কয়েকজনকে ধাওয়া দিয়ে দেহ তল্লাশি করে। এসময় মিছিলকারিরা পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম অবমাননাকারিদের বিচার দাবি করে বিভিন্ন ধরণের বিপ্লবী শ্লোগান দেন। পুলিশের বাধার কারণে মিছিল ছত্রভঙ্গ হয়ে গেলে মুসুল্লিরা ডিআইটি এলাকার দিকে ফিরে যান।
এর আগে পুলিশ ও বিজিবি’র কড়া পাহারার মধ্য দিয়ে ডিআইটি জামে মসজিদে জুম্মার নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে জেলায় শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করতে দূর্গা পূজার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয।
বিকেল পর্যন্ত কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।