নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেছেন, আমি কাজে বিশ্বাসী। কাজ করতে এসেছি, কাজ করে যাবো। মানুষকে সবসময় সহযোগিতা করেছি, বিনিময়ে সহযোগিতা পেয়েছি। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমি কাজ করতে পারবো।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এইসব কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা শহরের বিভিন্ন সমস্যার কথা তুলেন ধরেন জেলা প্রশাসকের কাছে। শনিবার একটি পত্রিকা অফিসে হামলার বিষয়টিও আসে আলোচনায়। শহরে সন্ত্রাস ও মাদক নির্মূলে প্রশাসনের কঠোর ভূমিকা পালনের তাগিদ দেন সাংবাদিক নেতারা। এছাড়া যানজট, অবৈধ দখলদার উচ্ছেদের বিষয়ও আলোচনায় উঠে আসে।
এইসব বিষয়ে জেলা প্রশাসক বলেন, অবৈধ গাড়ি ও স্ট্যান্ডের বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। ম্যাজিস্ট্রেটদেরকে এই বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুতই ফল পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, আমাকে কেনা যায় না। চেষ্টা করে দেইখেন আমাকে কেনা যায় কিনা। এক কাপ চা হয়তো আপনার সাথে খাবো কিন্তু তার বিনিময়ে কোনো সুবিধা চাইলে সেই চা খাওয়াতে পারবেন না। মঞ্জুরুল হাফিজ বিক্রিত হতে নারায়ণগঞ্জে আসেনি। কম টাকায় মাথা উচু করে বাঁচতে চাই।’
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের সঞ্চালনায় এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রাসেল ইসলাম নূর, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র ও প্রবীণ সাংবাদিক বিমান ভট্টাচার্য, দৈনিক সংগ্রামের তমিজউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, হাবিবুর রহমান বাদল, আরিফ আলম দিপু, সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, নাফিজ আশরাফ, সিনিয়র সদস্য এম আর কামাল, বর্তমান কমিটির সহসভাপতি রফিকুল ইসলাম জীবন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য বিল্লাল হোসেন রবিন, প্রেসক্লাবের স্থায়ী সদস্য রফিকুল ইসলাম রফিক, আফজাল হোসেন পন্টি, আমির হুসাইন স্মিথ, মুজিবুল হক পলাশ, এম এ খান মিঠু, প্রণব কৃষ্ণ রায়, শফিকুল ইসলাম, প্রাথমিক সদস্য আনোয়ার হোসেন, হাসান উল রাকিব। এছাড়া উপস্থিত ছিলেন, লাইভ নারায়ণগঞ্জের কামাল হোসেন, সংবাদের জেলা প্রতিনিধি সৌরভ হোসেন সিয়াম, ইত্তেফাকের ফটো সাংবাদিক তাপস সাহা প্রমুখ।