নারায়ণগঞ্জের মানুষ সব সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ রাখতে প্রশাসনের সাহায্য করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন একথা বলেন।
আইজিপি বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী শহর। এখানকার মানুষ শান্তি প্রিয়। এ শহরের মানুষ সব সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ রাখতে প্রশাসনের সাহায্য করেছেন, এর জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। নারায়ণগঞ্জবাসী অতিতে আমাদের সাহায্য সহযোগীতা করেছে, আগামী দিনেও এই সহযোগীতা অব্যহত থাকবে বলে আমি প্রত্যাশা করি।
পুলিশের এই মহাপরিদর্শক আরও বলেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষের পুরানো প্রতিষ্ঠান। প্রতিদিন নিত্য নতুন চ্যালেঞ্জ আসে। এবং সেসব চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা, সামর্থ্য ও সক্ষমতা আমাদের রয়েছে। সেটা দিয়েই যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা হয়। অতীতে যেভাবে আমরা কাজ করেছি আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট প্রস্তুত আছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান ও বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা পিবিআই‘র পুলিশ সুপার মো. মোহাম্মদ মনিরুল ইসলাম, র্যাব-১১ এর অধিনায়ক লে-কর্নেল তানভীর মাহমুদ পাশা, জেলা কমিউনিটি পুলিশিং এর অফিস সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ।