
রুদ্রবার্তা রিপোর্ট: প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়নগঞ্জ এক সময় পাটের ব্যবসার কারনে বিখ্যাত হয়ে উঠে আজকের শিল্প নগরী নারায়ণগঞ্জ। কালের বিবর্তনে পাটের ব্যবসা বিলুপ্ত হলেও পরবর্তিতে মিল কল কারখানা আর বিসিক শিল্প নগরী গড়ে উঠায় এই জেলা পুনরায় ফিরে পায় তার আসল চেহারা তেমনি রাজনীতিতে এসেছে হাজারো পরিবর্তন আর এই পরিবর্তনকে যারা মোকাবেলা করে সফল হতে পেরেছে তারাই দেশকে এগিয়ে নিতে সমক্ষ হয়েছে।
নারাণগঞ্জ ফতুলা থানা এলাকার কৃতি সন্তান সকলের প্রিয় ব্যাক্তিত্ব যাকে এক নামেই মানুষ চিনে থাকেন তিনি আলহাজ¦ মোহাম্মদ আলী। নারায়ণগঞ্জে হাতে গুনা কয়েক জনের মধ্যে অন্যতম তিনি। ৯০ দশক হতে এই নারায়ণগঞ্জকে আধুনিক একটি নারায়নগঞ্জ উপহার দিতে আজও অক্লান্ত পরিশ্রম করে চলছেন। তাকে অনেকেই কিং মেকার বলে থাকে কারন যার পরামর্শ আর সার্বিক সহযোগিতায় অনেকেই জীবন পরির্বতন করতে সক্ষম হয়েছেন। বিএনপির রাজনীতিতে এই প্রবীন নেতার গুরত্ব বহন করে আর এ কারনে অঙ্গ সংগঠন সহ বিএনপি নেতা কর্মিরা তাকে আগামীতে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। পূর্বেও তিনি একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন ব্যাক্তিত্ব নেতা মোহাম্মদ আলী যিনি সর্বজন স্কীকৃত এবং লক্ষ লক্ষ মানুষের ভালবাসায় সিক্ত। তার জনপ্রিয়তা শুধু নারায়ণগঞ্জে নয় দেশের বিভিন্ন অঞ্চলেও তার ভক্ত ব্যাপক। নারায়ণগঞ্জ ৪ আসনের নেতা কর্মী ও সাধারণ ভোটাররা জানান যদি হাইকমান্ড তাকে মনোনীত করেন তাহলে আগামীর নির্বাচনে তাকে আমরা বিপুল ভোটে জয় যুক্ত করবো ইনশাল্লাহ। তিনি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ ৪ আসনে ব্যাপক উন্নয়ন হবে যা বিগত কোন সংসদস্যই করতে পারেনি, বিশেষ করে ডি এন ডি বাঁধের যে সমস্যা ফ্যাসিষ্ট সরকারের সদস্যরা কৃত্তিম ভাবে সৃষ্টি করে রেখেছিলো তার সমস্যা দ্রæত তিনি সমাধান করতে সক্ষম হবে ইনশাল্লাহ। জলবদ্ধতা এটি একটি বড় সমস্যা সামান্য বৃষ্টি হলেই ফতুলা থানাধীন এলাকায় মেশিন দিয়ে পানি নিস্কাশন করতে হয় এতে করে সাধারন মানুষের চলাফেরায় জনদূর্ভোগের সৃষ্টি হয়। এই সমস্যা উত্তরনের একটিই পথ আগামীর নির্বাচনে আলহাজ¦ মোহাম্মদ আলী যদি এমপি নির্বাচিত হয় তাহলে এই সমস্যার সমাধান হবেই হবে ইনশাল্লাহ। এছারা ফতুলা থানাধীন রাস্তাঘাট সহ অনেক সমস্যায় আছে যা তিনি অবগত আছেন সেসব অসমাপ্ত কাজ গুলো বাস্তবায়নে অঙ্গিকার করেছেন জননেতা আলহাজ¦ মোহাম্মদ আলী।