
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত নাসিক ১০ নং ওয়ার্ডের গোদনাইল চিত্তরঞ্জন পুকুর পাড় হাত বাড়াইলে মাদক পাওয়া যায়। প্রতিদিন সন্ধ্যার পর এখানে মাদকের হাট বসে। এক শ্রেনীর নামধারী কিছু নেতা ও সমাজের চিহ্নিত বখাটে রাতে চিত্তরঞ্জন পুকুরপাড়ের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক এর দেওয়া বাতিগুলো নিভিয়ে মাদকের রমরমা ব্যবসায়ের হাট বসায়। পুকুর পাড় হাত বাড়াইলে মাদক দ্রব্য ইয়াবা গাঁজা ফেন্সি ডিল সহ সকল ধরনের মাদক পাওয়া যায় বলে এলাকাবাসী সাংবাদিক দের জানান। এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাজনীতির পট পরিবর্তনের পড় বিএনপির একটি চক্র এখানে মাদক বিক্রি সহ নানা অপরাধ মুলুক কাজ করে। বর্তমানে চিত্তরঞ্জন পুকুর পাড়ে থমথমে বা বিরাজ করে। যারা এখানে ঘুরতে আসে তারা ছিনতাই নারীদের কবল পড়ে বলে এলাকাবাসী জানান। এছাড়াও মাদক বিক্রি হয়। ফলে জনপ্রিয় এই জায়গায়টি এখন অনিরাপদ জায়গায় পরিনত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক এর সাধারণ মানুষ মাদক বিক্রি বন্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।