রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫ চুলের রহস্য ফাঁস করলেন ক্যাটরিনা গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন ১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয় নারায়নগঞ্জ ক্লাবের নির্বাচনে সভাপতি পদে জয়ী হলেন- মোঃ সোলায়মান ডোপ টেস্টে চালকসহ দুইজনের মদপানের সত্যতা মিলেছে জিয়াউর রহমানকে ‘খুনি-রাজাকার’ বলায় যুবলীগ নেতার বাড়িতে হামলা ৩০ ডিসেম্বর চুনকা পাঠাগারে আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন করবে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ মদনগঞ্জ দারুস সালাম মাদরাসা’র বার্ষিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও দোয়ার অনুষ্ঠান উত্তর ভারতের প্রেক্ষাগৃহ থেকে নামানো হচ্ছে ‘পুষ্পা-২’

নারায়ণগঞ্জ জেলায় বিশ্ব মানবাধিকার দিবস পালন

  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৯.৩৬ এএম
  • ৩ বার পড়া হয়েছে

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবস টি যথাযোগ্য মর্যাদায় পলান করা হয়েছে। নারায়ণগঞ্জে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে চাষাড়া শহিদ জিয়া হল থেকে পথসভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চাষাড়া শহিদ মিনারে গিয়ে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এড. সাহিদুল ইসলাম টিটু’র নেতৃত্বে ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এমআর হায়দার রানা’র সঞ্চালনায় উক্ত র‍্যালী ও শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক জহিরুল ইসলাম বিদ্যুৎ, ট্রাফিক ইনচার্জ এমএ করিম, মানবাধিকার কর্মী মো.শাহআলম, হোসনেআরা বেগম, আবুল কাসেম প্রমুখ।

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এড. সাহিদুল ইসলাম টিটু বলেন, মানবাধিকার এবং তার সংরক্ষণ ও উন্নয়ন আন্তর্জাতিক আইনের বিষয়। কিন্তু মৌলিক অধিকার প্রধানত একটি দেশের নাগরিকের জন্যই প্রযোজ্য।

সর্ব সময় মানবাধিকার অগ্রাধিকার, বাংলাদেশের সংবিধানেও এ কথা লিখা আছে। তারপরও সকল স্থানে মানবাধিকার লংঘন হচ্ছে। আমরা সবাই এক থাকলে অবশ্যই মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। জাতি- ধর্ম-বর্ণ-ভাষা-নারী-পুরুষ নির্বিশেষে বিশ্বের সকল মানুষের জন্যই অধিকার প্রযোজ্য। একজন মানুষ জন্মগ্রহণ করার পরই কিছু মানবাধিকার লাভের হকদার যেমন-তার বাঁচার অধিকার,খাওয়ার ও বাসস্থানের অধিকার ইত্যাদি।

তিনি আরো বলেন, মানবাধিকার হল অন্য কোন অবস্থা নির্বিশেষে সমস্ত মানুষের অন্তর্নিহিত অধিকার। মানবাধিকারের মধ্যে রয়েছে জীবন ও স্বাধীনতার অধিকার, দাসত্ব ও নির্যাতন থেকে মুক্তি, মত প্রকাশের স্বাধীনতা, কাজ ও শিক্ষার অধিকার এবং আরও অনেক কিছু। সকলে বৈষম্য ছাড়াই এই অধিকারগুলি পাওয়ার অধিকারী। আপনাদের যে কোন প্রয়োজনে আমাদের সাথে দেখা করবেন, কথা বলবেন, আমরা বা বাস্তবায়ন করতে চেষ্টা করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort