জামায়াতের ডাকা পঞ্চম দফা ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিন বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জে অবরোধের সমর্থনে মিছিল করে সড়কে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শংকর দাস বাদী হয়ে মামলাটি করেন।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিনগত রাতে মামলাটি থানায় নথিভুক্ত হয়।
ওইদিন সকালে চাষাড়া-হাজীগঞ্জ-আদমজী নাগিনা জোহা সড়কের অবরোধের সমর্থনে মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা। পরে সড়কের পাঠানটুলি এলাকায় মিছিল শেষে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করছিলেন তারা। এসময় ধাওয়া দিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ১২ জন ও পুলিশ ৪ জনকে আটক করে।
আটককৃতরা হলেন এ কে ইমন নুরুল্লাহ (৬৮), মাইনুদ্দিন (২৩), আব্দুস সাত্তার (৬৩), শামীম আহমেদ (৩৮), মোহাম্মদ আফাজউদ্দিন (৪১), মোহাম্মদ মমিন (৩৭), আনোয়ার হোসেন (৪২), বেলায়েত (৩৭), মোহাম্মদ আ. কাশেম (৩৪), মো. জামান (৩৮), মো. হাসান (৩৪), হাবিবুর রহমান (৫০), সোহেল রানা (৩১), মোতাসিম মামুন (৪৩), মো. মামুন (৩২) ও রুবেল রানা (২৭)। পরে আটককৃত জন সহ ২১ জনকে আসামি করে নাশকতার মামলা করে পুলিশ। এবং মামলায় আটক ১৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠায় পুলিশ।
মামলার বাকি আসামিরা হলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সদস্য জয়নাল আবেদীন ফারুক, সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের সাবেক সভাপতি মাওলানা বশীর উল্ল্যাহ, সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতে ইসলামের আমির মাওলানা জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হুজাইফা, সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের রোকন ইঞ্জিনিয়ার আব্দুল বাকি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, অবরোধের সমর্থনে মিছিলের পর নাশকতার প্রস্তুতির সময় জামায়াতের ১৬ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।