স্টাফ রিপোর্টার : শান্তির পৃথিবী চাই, সর্বমানবিক স্বদেশ চাই এ শ্লোগানকে সামনে রেখে সৃজনশীল লেখকের সাহিত্য সংগঠন বাংলাদেশ রাইটার্স ক্লাব ঘোষিত দ্বাবিংশতিতম আন্তর্জাতিক লেখক দিবস-২০২৩ উপলক্ষে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর উদ্যোগে ১লা জানুয়ারী সোমবার দুপুর ২ টায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত বরেণ্য কবি-সাহিত্যিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ জেলা শহরের শেখ রাসেল নগর পার্কে বাংলাদেশ লেখক সন্মেলন (২০২৩-২৪)।
লেখকের এ সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহা পরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কবি হালিম আজাদ, প্রবন্ধ পাঠ করেন কবি মজিদ মাহমুদ।
আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ এর আহবায়ক কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে দুপুর ২ টায় ২নং রেল গেটে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবিতার শান্তিযাত্রা শেখ রাসেল নগর পার্কের মুক্ত মঞ্চে প্রবেশের মধ্য দিয়ে উদযাপন কমিটির নেতৃবৃন্দ, লেখক ও আগত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ.কে.এম শাহনাওয়াজ। এ পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ কবি করীম রেজা, কবি শাহেদ কায়েস। স্বাগত বক্তা রাখেন উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক কবি ফরিদুল মাইয়ান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি সালমা ডলি।
উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ এর সদস্য সচিব মোহাম্মদ আল মনির এর সভাপতিত্বে দ্বিতীয় পর্বে দেশ বরেণ্য কবিদের কবিকণ্ঠে কবিতাপাঠের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি’র ফেলো শিশু সাহিত্যিক রহীম শাহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক মালেক মাহমুদ, বাংলা একাডেমি উপ পরিচালক কবি ও অনুবাদক ফারহান ইসরাক। স্বাগত বক্তব্য রাখেন কবি বাপ্পি সাহা, শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি রইস মুকুল, কবি রণজিৎ মোদক।
কবিতা পাঠ শেষে মূল পর্বে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কবি কাজী আনিসুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নাঃগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এর অধ্যক্ষ, কবি সামছুল আলম আজাদ, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ড. মোঃ শাহাদাৎ হোসেন নিপু, সরকারি হরগঙ্গা কলেজ এর অধ্যাপক বিজ্ঞান লেখক সফিক ইসলাম, রামপাল মহাবিদ্যালয় অধ্যাপক, প্রাবন্ধিক কাজী মহম্মদ আশরাফ, স্বাগত বক্তা রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব কবি ইউসুফ রেজা। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাইটার্স ক্লাবের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কথাশিল্পী জাহাঙ্গীর হোসাইন।
এছাড়াও বাংলাদেশ লেখক সম্মেলন যোগদান করেন, কবি মাসরুরা লাকী, কবি রাতুল, মিরাজ, কবি হামিদ কাফি, কবি লুৎফা জালাল, কবি ইয়াদী মাহমুদ, কবি আদিত্য রুপু, কবি ওমর ফারুক, কবি নাছিম আফজাল, কবি নাসরিন, কবি ও প্রকাশক আহম্মেদ রউফসহ দেশে বিভিন্ন পর্যায়ের সৃজনশীল লেখকবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উদযাপন পর্ষদের সম্পাদকীয় কমিটির কবি দিপক ভৌমিক, রইস মুকুল, রণজিৎ মোদক, আবুল কাশেম। কমিটির যুগ্ম আহ্বায়ক বাপ্পি সাহা, সালমা ডলি, সদস্য আল আশরাফ বিন্ধু , রাজলক্ষ্মী, ফরিদা ইয়াসমিন সুমনা, মাকসুদা ইয়াসমিন, সবিতা দত্ত, জয়নাল আবেদীন জয়, রফিক মাহমুদ, মৃদুল সাহা,সুমন সরকার, এম নাজমুল হাসান, সাজ্জাদ আহমেদ খোকন, তাসলিমা আক্তার পারভীন, এম ডি সোহেল।
এসময় অন্যান্যদের কবি, লেখক, সাহিত্যেপ্রেমীদের মধ্যে উপস্থিত ছিলেন
ছড়াকার ইমরান পরশ, শিশু সাহিত্যিক হালিম নজরুল, কবি স্মৃতি রানী দে, কবি এস এম জুয়েল, সাংবাদিক মাসুদুর রহমান দীপু, মাহমুদুল হাসান, আবৃত্তি শিল্পী সবুজ রায়,মাসুদ রানা লাল,আহম্মেদ রউফ, আদিত্য রুপু, নাসিমা ইসলাম, রিপা আক্তার, ইভা রহমান,মুনমুন, রিফা,মাহফুজা আঁখিসহ প্রমূখ।