শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নরসিংদীর রায়পুরায় বন্যা কবলিত মানুষরে পাশে বিডি নারী কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাংবাদিক ও মানবাধিকারকর্মী তামান্না দেওয়ান দোলা

  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০২২, ১.৪৩ এএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: বিভিন্ন জেলার মতো, নরসিংদী রায়পুরায় চলছে স্মরণকালের ভয়াবহ বন্যা। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দি রয়েছেন কয়েক লাখো মানুষ। বাড়ি-ঘর তলিয়ে যাওয়ায় মানুষজন রয়েছেন আশ্রয়কেন্দ্রে। যারা আশ্রয়কেন্দ্রে যেতে পারেনি তাদের কাটছে দুর্বিষহ জীবন-যাপন। সে সকল এলাকায় দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট।

বানের পানি বাড়তে শুরু করে গত ১২ই জুন থেকে, ৫-৬ দিনের মধ্যেই বেশ কয়েকটি গ্রাম তলিয়ে যায়,সঙ্গে টানা বৃষ্টি। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে,এদিকে বানের পানি তীব্র স্রোতে ভাসিয়ে নিয়ে গেলো ঘরবাড়ি ও গরুছাগল। রাস্তায় কোমড় সমান পানি,যান চলাচলও বন্ধ।মানুষের বাড়িঘরে খাদ্য সংকট দেখা দেয়।এসব দেখে অসহায় মানুষরে জন্য কিছু করার তাড়না বোধ করেন দোলা দেওয়ান।

হঠাৎ আশা এই বন্যার পরিস্থিতিতে ভেবে পাচ্ছিলো না কিভাবে কাজ শুরু করবে,ঠিক তখনই তার সংগঠনের সদস্যদের ডেকে পরামর্শ করে প্রথমে নিজস্ব অর্থায়নে এবং পরে ফেসবুক গ্রুপের মাধ্যমে সংগ্রহ করে কিছু অনুদান,আর এই নিয়েই ১৭ই (জুন) সুনামগঞ্জের উদ্দেশ্য দুটি নৌকা পাঠান (দোলা দেওয়ান) এবং ২৩ই (জুন) ৬ জনের একটি টিম নিয়ে বেড়িয়ে পড়েন সিলেট মৌলভীবাজার,বড়লেখা থানার হাকালুকি হাওরে বানভাসি মানুষের পাশেঁ সহায়তার হাত বাড়াতে। দলটির নেতৃত্বের গুরুদায়িত্ব কাধে নিয়ে ২য় দফায় ৩৫০টি পরিবারের মধ্যে শুকনো খাবার,ঔষধ,বিশুদ্ধ পানি এবং মেয়েদের জন্য ন্যাপকিন ঘরে ঘরে পৌঁছে দেন তিনি।

এরপর থেকে তিনি খুঁজে খুঁজে যেসব গ্রামে কম ত্রাণ পৌঁছেছে সেসব গ্রামে গিয়ে ত্রাণ পৌছাচ্ছেন তিনি।
দোলা দেওয়ান বলেন, এমন দূর্যোগে এবারেই প্রথম কাজ করছেন তিনি,৬জনের দলটি নেতৃত্ব দিচ্ছি। এমন অনেক দূর্গম জায়গা রয়েছে যেখানে যেতে নৌকা লাগে আমরা কিছু পথ নৌকা নিয়ে তারপর কোমড় সমান পানিতে ভিজে পায়ে হেটে সেসব জায়গায় খাদ্যসামগ্রী দিয়ে এসেছি। ত্রানের পেকেট পেয়ে বন্যার্ত মানুষ অনেক খুশী, শিশুদের মুখে ছিলো আনন্দের হাসি।

তৃতীয় ধাপের ত্রাণ নিয়ে নরসিংদীর রায়পুরায় পৌঁছালো বিডি নারী কল্যানের পক্ষ থেকে সংগঠনে সভাপতি তামান্না দেওয়ান দোলা ও সহ সভাপতি শিরিন খান,সহপরিচালক – মাসুদুর রহমান মাসুদ সহ সংগঠনের সদস্য – বিথি ও ইতি।এই সময় বন্যার্ত কিছু পরিবারের মাঝে এক সপ্তাহের বাজার,বাজারের মাঝে থাকে ঈদ সামগ্রি, ঔষধ ও ন্যাপকিন বিতরণ করেন । বিতরণ শেষে ঐ গ্রামের পানি বন্দি প্রায় ৫০০ মানুষের জন্য রান্না করা খাবারের আয়োজন করেন বিডি নারী কল্যান সংস্থা।

শুক্রবার ১লা জুলাই বিডি নারী কল্যান সংস্থা ত্রান বিতরণে সহায়তা করেন, নরসিংদী রায়পুরার মানবতায় আমরা সংগঠনের সেচ্ছাসেবী,ঝুমা,সামিম,আঁখি সহ আরো অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort