নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড় যেন ময়লা আবর্জনা ফেলার স্থানে পরিনত হয়েছে। প্রতিদিন নদীর আশপাশ থেকে এই সমস্ত ময়লা আবর্জনা এনে নদীতে ফেলা হচ্ছে। নদীর পাড় ঘেঁষে গড়ে উঠেছে ছোট বড় বিভিন্ন ধরনের কলকারখানা রয়েছে প্রচুর বাড়ি ঘর। এই সমস্ত কলকারখানা এবং বাড়ি ঘরের যত ময়লা আবর্জনা আছে তা ফেলা হচ্ছে নদীতে। ইট,বালি, পাথরের মতো শক্ত জাতীয় জিনিস নদীর তলদেশে জমে নদীর গভীরতা কমে যাচ্ছে ফলে নদীর পানি দুষিত এবং পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে।
তাই এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।