রুদ্রবার্তা রিপোর্ট : নারায়ণগঞ্জ সদর থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড এক নারীর পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করছে ঐ এলাকার স্থানীয় কয়েকজন প্রভাবশালী লোক। জানা যায়, নাসিক ১৬নং ওয়ার্ড বেপারীপাড়া জামে মসজিদের পশ্চিম পাশে পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত অফিরোজা বেগম হেমা নামের এক নারীর দুই হির্সায় মোট (২৩ শতাংশ) জমি জবর দখলের পায়তারা করছে স্থানীয় এলাকার কয়েকজন ভূমিদস্যু।
এ ঘটনায় ভূক্তভোগী ঐ জমির মালিক জানান, এই জায়গা হচ্ছে আমার পৈত্রিক সম্পত্তি। এখানে আমার বাপ-দাদা সহ আমরা প্রায় ৮০ বছর ধরে বসবাস করে আসছি। কিন্তু গত কয়েকমাস ধরে এলাকার কয়েকজন প্রভাবশালী আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তারা দাবি করছে এই সম্পত্তি তাদের। এছাড়াও তারা রাতের আধারে ২০-৩০জন লোক এসে আমাদের জায়গার সাইবোর্ড সহ জায়গার সিমানা উঠিয়ে ফেলে আমাদের হুমকি-ধমকি দিয়ে যায়। বর্তমানে আমরা আতংঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছি।
এছাড়াও এ ঘটনায় ভূক্তভোগী জমির মালিক বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের বিবরনেঅফিরোজা বেগম হেমা জানান, নিন্ম তফতিল বর্ণিত জেলা সাবেক ঢাকা হালে নারায়ণগঞ্জ থানা ও সাব রেজিস্ট্রি অফিস নারায়ণ অধীণ নেঃ নেট ১৮৫ দেওভোগ “ম” খন্ড স্থিত যাহার খতিয়ান নং সি.এস ৯৪ এস.এ খতিয়াান নং-২৫৩, ২৫০ ও আর. এস খতিয়ান নং ৯০.৯১ নং তাহার দাগ নং- সি.এস ২৬৫.এস.এ দাগ নং-৩৪৭, ৩৪৮, ও আর.এস দাগ নং ৪১২, ৪১৩ নং দাগের মোট সম্পত্তি ৭০ শতাংশ হইতে আমাদের দাবী ২৫ শতাংশ যাহার উত্তরে অভিযোগকারীর নিজ দক্ষিনে কাদির পূর্বে রাস্তা পশ্চিমে প্রাইমারি স্কুল। এই সম্পত্তিতে আমি ও আমার অন্যান্য ওয়াারিশগণ পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক ভোগ দখলকার হইতেছি বটে । ইদানি সময়ে কিছু সন্ত্রাসী ও ভূমিদস্যু আমাদের পৈত্রিক সম্পত্তি হইতে আমাদেরকে উচ্ছেদের জন্য বিভিন্ন ভাবে পায়তারা করিতেছে। যেহেতু আমাদের সম্পত্তির দাগ ও বেপারীপাড়া জামে মসজিদের দাগ একই অর্থাৎ সি. এস ২৬৫ দাগ। তাই, ইদানিং সময় বেপারীপাড়া জামে মসজিদের কমিটির লোকজন আমাদের সম্পত্তিতে আমাদের দেওয়া সাইনবোর্ড, কাঁটা তারের বেড়া, খাম, খুঁটি তুলিয়া নেওয়ার পায়তারা করিতে থাকাবস্থায় বিগত ১৫/০১/২০২৪ ইং তারিখে বিবাদী ১ । কাদির দেওয়ান (৭০), পিতা: মৃত- আমির দেওয়ান ২। রকিব উদ্দিন (৫৫) পিতা-মৃত হাবিবুল্লা, ৩। জুয়েল বেপারী (৪২) ৪। সোহেল বেপারী (৪০) উভয় পিতা-মৃতঃ মুগদুর বেপারী, ৬। আহাম্মদ আলী (৬৫) পিতা-মৃত: আবুল হোসেন সর্ব সাং- দেওভোগ বেগারী পাড়া, থানা ও জেলা-নারায়নগঞ্জ- গণের কুপ্ররোচনায় ও নির্দেশে, স্থানীয় সন্ত্রাসী প্রকৃতির লোকজনের সহায়তায় রাতের অন্ধরারে আমাদের এখানে বিশেষভাবে পৈত্রিক সম্পত্তি হইতে সাইনবোর্ড, রাম, রুটি, কাটা তারের বেড়া তুলিয়া নেয় এবং বেপারীপাড়া জামে মসজিদ কমিটি ইদানিং সময়ে আমাদের নালিশা সম্পত্তি নিয়া আমাদের বিরুদ্ধে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতে দে: নং-৩০৯/২৩ মোকদ্দমা রুজু করেন।
উক্ত মামলা দায়ের করার পর থেকে তারা জোর করে জায়গা দখলের অপচেষ্টার বিভিন্ন ধরনের কুকর্ম এবং হুমকি ধমকি প্রদান করে আসছে । শুধু তাই নয় বিভিন্ন সন্ত্রাসী প্রকৃতির লোকজনের মাধ্যমে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে, “আমরা নালিশা সম্পত্তিতে গেলে, আমাদের নামে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে হয়রানী করিবে এবং প্রয়োজনে আমাদের জীবনে মেরে ফেলবে। সন্ত্রাসীদের হুমকির কারনে বর্তমানে আমরা চরম নীরাপত্তাহীনতায় ভুগছি । এ সকল সন্ত্রাসী ও বূমিদস্যুদের আইনের আওতায় আনা একান্ত আবশ্যক মনে করছি। অন্যথায় আমাদের অপূরনীয় ক্ষতির সম্ভাবনা বিদ্যমান। দিনে ও রাতে সকল সময় এ সকল সন্ত্রাসী ভূমিদস্যুরা আমাদের বাড়ির চারপাশ মহড়া দেয়।