ঈদ উপলক্ষে পণ্যের দাম মনিটরিং করতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন শো-রুমে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (৩১ মার্চ) বেলা ১১ টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত পরিচালিত অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এসময় জেলা ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম সহায়তা করেন।
সেলিমুজ্জামান জানান, বিভিন্ন ব্রান্ডের পেন্টের সাথে বারকড এর মিল না থাকা ভোক্তা অধিকার আইনের ৩৪ ধারায় চাষাড়া ‘পৃথিবী’ নামক প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া শহরের ২ নং রেলগেইট এলাকায় আড়ং শো-রুম এ গোল্ডের মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রথমবারের মতো সতর্ক করা হয়। এবং ‘সেইলর’ নামে প্রতিষ্ঠান ও উকিলপাড়ায় ‘টপটেন’ প্রতিষ্ঠান মনিটরিং করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান