বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নারায়ণগঞ্জ শহরের দিগু বাজার মনিটরিং করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ।
এসময় বকরির মাংস খাসির মাংস বলে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় “মায়ের দোয়া গোশত” দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় ক্যাব এর প্রতিনিধি, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।