গোগনগর ইউনিয়নের আলোচিত দৌলত মেম্বার হত্যা মামলার অন্যতম আসামিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানার পুলিশ। শুক্রবার(৩ মার্চ) দুপুর আনুমানিক আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে চর সৈয়দপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আনিচুর রহমান মোল্লা।
গ্রেপ্তারকৃত আসামির নাম লূৎফর রহমান(৫৩)। সে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের চর সৈয়দপুরের মুল্লুক চাঁন সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান মোল্লার নির্দেশে উপ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম, সহকারী উপ পরিদর্শক (এএসআই) খোকন, সহকারী উপ পরিদর্শক (এএসআই) উৎসবের নেতৃত্বে গোগনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি দৌলত হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত ১৫ নম্বর আসামী লুৎফর রহমানকে গ্রেপ্তার করে। দুপুর আড়াইটায় চর সৈয়দপুর নিজ বাড়ি থেকে এ আসামীকে গ্রেপ্তার করা হয়।
দৌলত মেম্বার হত্যা মামলার আসামীকে গ্রেপ্তারের বিষয়ে সদর মডেল থানায় ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আনিচুর রহমান মোল্লা লাইভ নারায়ণগঞ্জকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে সাবেক ইউপি সদস্য দৌলত হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী লুৎফরকে গ্রেপ্তার করা হয়। হত্যা মামলায় তাকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গত বছরের ২৬ জুন রাতে গোগনগর ইউপির সাবেক সদস্য দৌলত হোসেন মেম্বার ওষুধ কিনতে সিএনজি যোগে চরসৈয়দপুর এলাকায় যাবার পথে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। খবর পেয়ে স্বজনরা দৌলত মেম্বারকে উদ্ধার করে গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দৌলত মেম্বারকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দৌলত মেম্বারের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে সে বছরই ২৭ জুন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় গোগনগর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার রুবেল আহমেদ সহ ইমরান, রানা, হিমেল, শাওন, আমির সহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং ৩০,তারিখ ২৭/০৬/২২।