রুদ্রবার্তা২৪.নেট: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলে ‘দেওভোগ যুব সমাজ’ সামাজিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ শে ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত শহরের দেওভোগের আলী আহাম্মদ চুনকা সড়কের আখড়ার মোড় এলাকায় চলে এ সেবামূলক ভিন্নধর্মী কার্যক্রম। সার্বিক তত্বাবধানে ছিল ‘বৃহত্তর দেওভোগ ব্লাড ডোনার্স গ্রুপ নারায়ণগঞ্জ’।
প্রায় ৫০০ মানুষের রক্তের গ্রুপ নির্নয় ও কয়েকশো সাধারণ মানুষ নতুন ব্লাড ডোনার সদস্য হিসেবে নাম লিপিবদ্ধ করেছেন। অনুষ্ঠানে অতিথ হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান মনির, বঙ্গসাথি কাবের সভাপতি ও নারায়নগঞ্জ মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বল।
সংপ্তি বক্তব্যে কাউন্সিলর মনিরুজ্জামান মনির বলেন, ‘যুব সমাজের মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। আমি সবসময় তাদের পাশে আছি ইনশাআল্লাহ’।
আহম্মদ আলী রেজা উজ্জ্বল বলেন, ‘ভালো কাজে উৎসাহ দিতেই আমার এ ছুটে আসা। রক্তের গ্রুপ নির্ণয় অত্যন্ত জরুরী একটি বিষয়। এ আয়োজনটির মাধ্যমে অনেকেই তাদের রক্তের গ্রুপ জানতে পারলো এবং রক্ত দানে উৎসাহিত হবে। ব্যাতিক্রমি এ আয়োজনটি সত্যিই প্রশংসার দাবিদার’।
‘দেওভোগ যুব সমাজ’ সংগঠনের সভাপতি মীর সজীব মাহমুদ বলেন, দেওভোগ যুব সমাজ সব সময়ই সেবামূলক কাজ করে থাকে। সে কাজের অংশ হিসেবেই আমাদের এ দিনব্যপী আয়োজন। আলহামদুলিল্লাহ মানুষের ব্যপক সাড়াও পেয়েছি। মানুষ রক্তদানের ব্যাপারে উৎসাহিত হচ্ছে এখন।
‘বৃহত্তর দেওভোগ ব্লাড ডোনার্স গ্রুপ নারায়ণগঞ্জ’ এর সভাপতি মো. নয়ন বলেন, দেওভোগের দুটি সংগঠন মিলে আমাদের আয়োজন আজকে সফল। প্রায় ৫০০ মানুষের রক্তের গ্রুপ নির্নয় করতে সম হয়েছি আমরা।এর মধ্যে অনেকেই সেচ্ছামূলক রক্তদানে উৎসাহিত হয়েছেন। হয়তো তাদের রক্তদানেই জরুরী মুহূর্তে অনেকের জীবন বাঁচবে। তাতেই আমাদের সার্থকতা।
সঞ্চালনায় ছিলেন ‘দেওভোগ যুব সমাজ’ সংগঠনের সাধারণ সম্পাদক মো. যুবায়ের ইসলাম পমেল। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলী হোসেন, ডা. ইব্রাহিম টিটু, শান্ত, আবদুর রহমান, সম্রাট, ‘দেওভোগ যুব সমাজ’ সংগঠনের সহ-সভাপতি ও বিজেএমইএ সদস্য বি এম তানভীর, অনুষ্ঠান বিষয়ক প্রধান সম্পাদক ওসমান গনি আরমান, অর্থ সম্পাদক- বি এম নাসিম, ত্রান বিষয়ক সম্পাদক- মো. রাজিব, আইন বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম শিমুল, কার্য়করী সদস্য তুষার ইসলাম, ‘বৃহত্তর দেওভোগ ব্লাড ডোনার্স গ্রুপ নারায়ণগঞ্জ’ এর মহিলা বিষয়ক সম্পাদিকা তাসনিম, স্মৃতি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরিয়ান পারভেজ, সদস্য সচিব মো. ইকরাম ও সদস্য মো. রাকিব, মো. আল-আমিন, মো. এনামুল প্রমুখ।