নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ১ নং ঢাকেশ্বরী এলাকার মৃত সিরাজুল ইসলাম এর ছেলে মো. আল আমিন (৩২) কে একই এলাকার ১। সফর ভূঁইয়া (৪৫), ২। জহিরুল ইসলাম (৩২), ৩। রশিদ (৩৫) ৪। ইসহাক (৪০) উভয়ের পিতা করিম, ৫। শফিকুল ইসলাম (৩৫) ৬।মামুন (৩৩) উভয়ের পিতা হাবিব মিয়া, ৭। সজীব (৩০) ৮। সালাউদ্দিন (৪৭) পিতা-মৃত তাওলার, ৯। মামুন (৩৩) পিতা কাদির সর্ব সাং বন্দর থানা, রামনগর এলাকার আরো ১০/১২ জন মিলে দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় হত্যার উদ্দেশ্যে মারধর ও কুপিয়ে জখম করেন।
এ ব্যাপারে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. আল আমিন (৩২)।
মামলার বিবরণীতে প্রকাশ: বাদী একজন সিলেকশন বালু ব্যবসায়ী পক্ষান্তরে উপরে উল্লেখিত আসামিগণ গত ২৮ মার্চ বিকাল আনুমানিক ৫.৫০ মিনিট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শামসুজ্জোহা এর বাড়ির সামনে দিয়া আসার সময় সকল বিবাদীগণ হত্যার উদ্দেশ্যে তার উপর লাঠি সোটা, রামদা, চাপাতি দিয়া এলোপাথাড়ি ভাবে কোপাতে থাকে এবং বাদির বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তখন বাদীর আর্ত চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীগণ হত্যা করে গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে চলিয়া যায়।