নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের জেলা বিএনপির আহ্বায়ক পদ স্থগিত করা হয়েছে। তাঁর স্থলে জেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবিকে পরিবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত আহবায়ক ঘোষণা করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠি থেকে এই তথ্য জানা যায়। তৈমুর আলম খন্দকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও উপদেষ্টা।
ভারপ্রাপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মনিরুল ইসলাম রবি। তিনি প্রেস নারায়ণগঞ্জকে বলেন, তাকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করার বিষয়ে একটি চিঠি তিনি পেয়েছেন। তবে এই বিষয়ে বিস্তারিত তাকে জানায়নি কেন্দ্র। তৈমুর আলম খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে কিনা তাও জানেন না তিনি।
এই বিষয়ে জানতে তৈমুর আলম খন্দকারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি একটি মিটিংয়ে ব্যস্ত আছেন বলে জানান। এই বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বিএনপির একটি সূত্র বলছে, বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির শীর্ষ নেতা তৈমুর আলম খন্দকার। এতে ক্ষুব্দ স্থানীয় বিএনপি নেতাদেরও একটি অংশ। গত শনিবার নারায়ণগঞ্জ মহানগর ও জেলা বিএনপি নেতাদের কেন্দ্রে তলব করা হয়। সূত্র জানায়, কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাদের সাথে সাংগঠনিক আলোচনার পাশাপাশি তৈমুর আলম খন্দকারের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়েও আলোচনা করেন। ওই সভার পরই জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনিরুল ইসলাম রবিকে রাখার সিদ্ধান্ত হয়। তবে তৈমুরকে সরাসরি অব্যাহতি দেওয়ার বিষয়ে কোনো নির্দেশনা এখন পর্যন্ত আসেনি। তৈমুর আলম সিনিয়র নেতা হওয়ায় বিষয়টি নিয়ে ভাবছে দলের হাইকমান্ড।
তবে তৈমুর আলম খন্দকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তাকে অব্যাহতি দেওয়া হলে তা বিবৃতি দিয়েই জানাতো দল। নির্বাচনে অংশ নেওয়ায় ব্যস্ত সময় পার করছেন তৈমুর আলম খন্দকার। নির্বাচন চলাকালীন সাংগঠনিক কার্যক্রমে অংশ নেওয়াতেও তার বিধিনিষেধ রয়েছে। নিরবিচ্ছিন্নভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে মনিরুল ইসলাম রবিকে।