তারেক জিয়া ও মামুনের লোভের কারণে অনেক বিদেশি বিনিয়োগকারী মুখ ফিরিয়ে নিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেন, তাদের লোভের জন্য ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের বিনিয়োগ খাত। মুখ ফিরিয়ে নিয়েছিল অনেক বিদেশি বিনিয়োগকারী। টাটার হাজার কোটি ডলার বিনিয়োগের বিষয়ে সব কথা পাকা থাকলেও কেন তারা সরে গিয়েছিল? কিভাবে বাংলাদেশের তরুণরা বঞ্চিত হয়েছিল কর্মসংস্থানের সুযোগ থেকে?
নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে সোমবার রাতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
‘প্রসঙ্গ টাটার বিনিয়োগ’ শিরোনাম উল্লেখ করে দেওয়া পোস্টে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন সজীব ওয়াজেদ জয়। তার শেয়ার করা ভিডিওতে দাবি করা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অতিলোভের কারণে ২০০৫ সালে টাটার তিন বিলিয়ন ডলারের মেগা বিনিয়োগ থেকে বাংলাদেশ বঞ্চিত হয়।
ওই ভিডিওতে আরও প্রশ্ন তোলা হয়েছে, কেন টাটা কোম্পানি সেই সময় বাংলাদেশে তিন বিলিয়ন ডলার বিনিয়োগে অতি আগ্রহী হওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে সরে আসে? কেন এ দেশের যুব সমাজ তাদের কর্মসংস্থানের বিশাল সুযোগ থেকে বঞ্চিত হয়?