একটি সমীক্ষায় দেখা গেছে, অর্থনৈতিক ভাবে ভালো থাকা মানুষদের মধ্যে ৭৩ শতাংশ দাম্পত্য জীবনেও সুখী। এই মানুষদের মধ্যে আবার ৫৯ শতাংশ জানিয়েছেন, তাদের কাছে টাকা পয়সার থেকে ভালোবাসার মূল্য বেশি।
সমীক্ষার তথ্য অনুাযায়ী, অনেক মানুষ মুখে ভালোবাসার কথা বললেও কার্যক্ষেত্রে কিন্তু টাকাকে বেশ গুরুত্ব দেয়। যদিও অনেকেই টাকার সঙ্গে ভালোবাসার তুলনামূলক আলোচনায় মোটেও আগ্রহী নন। নারীদের মধ্যে শতকরা ৮৭ জন ও পুরুষদের মধ্যে শতকরা ৫৭ জন বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে টাকার সঙ্গে ভালোবাসার তুলনা মোটেও চলে না। তবে সমীক্ষায় অংশ নেওয়া ৬০ শতাংশ মানুষ জানিয়েছেন অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ মানুষই ভালোবাসার জন্য তাদের প্রথম পছন্দ।
এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, টাকা অর্জন করতে হয় আবার ভালোবাসাও অর্জন করতে হয়। কিন্তু এই দুয়ের মধ্যে ফারাক হলো টাকা দিয়ে ভালোবাসাকে কখনও কেনা যায় না। যখন কোনো সম্পর্কে ভালোবাসা থাকে তখন সুখ, সমৃদ্ধি সবই বাড়ে। দুইজনের মধ্যে ভালো বোঝাপড়া থাকলে অল্প টাকায়ও ভালোভাবে জীবন চালিয়ে নেওয়া যায়।